জেমস অ্যান্ডারসন। —ফাইল চিত্র।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর। সেই জেমস অ্যান্ডারসন তাঁর ছোটবেলার ক্লাবে ফিরছেন টি-টোয়েন্টি খেলতে। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি করলেন ইংরেজ পেসার।
আইপিএলের নিলামে দল পাননি অ্যান্ডারসন। তিনি বলেন, “আগামী মরসুমে আবার পেশাদার ক্রিকেট খেলতে পারব ভেবে দারুণ লাগছে। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি সই করেছি। এই ক্লাব আমার হৃদয়ের অংশ। ছোটবেলা থেকে খেলছি। আরও এক বার রেড রোজ় (দলের লোগো) পরতে পারব। দলের হয়ে সাদা এবং লাল বলের ক্রিকেট খেলার জন্য আমি মুখিয়ে আছি।”
ফিটনেস ঠিক রাখার জন্য পরিশ্রম করছেন অ্যান্ডারসন। শীতেও তাঁর কোচের তত্ত্বাবধানে বল করেছেন। এপ্রিলে মরসুম শুরু হলেই মাঠে নেমে পড়বেন অ্যান্ডারসন। তিনি বলেন, “ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে খেলতে সব সময় পছন্দ করি। সদস্য এবং সমর্থকদের সামনে বল করাটা দারুণ এক অনুভূতি।”
গত বছর জুলাইয়ে অবসর নিয়েছিলেন অ্যান্ডারসন। লর্ডসে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। তার পর থেকে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি তিনি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে চান অ্যান্ডারসন। সেই কারণে আইপিএল খেলতে চেয়েছিলেন। কিন্তু কোনও দল তাঁকে নেয়নি। এই বছর যদি অ্যান্ডারসন টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন, তা হলে ১০ বছর পর প্রথম বার ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে খেলবেন তিনি।