WTC 2023-25

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি ইংল্যান্ডের, ফাইনালে উঠতে পারবে কি?

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে ৫ উইকেটে জিতল ইংল্যান্ড। সেই জয়ের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে উঠে এলেন জো রুটেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১০:১৭
Joe Root

জো রুট। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই চলছে। শনিবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে ৫ উইকেটে জিতল ইংল্যান্ড। সেই জয়ের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন জো রুটেরা। ভারত রইল শীর্ষস্থানেই।

Advertisement

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পয়েন্ট তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে হবে সেই ম্যাচ। এখন ভারত এবং অস্ট্রেলিয়া রয়েছে প্রথম দুইয়ে। তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। শনিবারের জয়ের পর ইংল্যান্ড উঠে এল চতুর্থ স্থানে। শ্রীলঙ্কাকে টপকেই উঠে এল তারা। হেরে শ্রীলঙ্কা নেমে গেল পঞ্চম স্থানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিচার হয় পয়েন্ট শতাংশের বিচারে। ভারত শীর্ষে রয়েছে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ৬২.৫০ শতাংশ পয়েন্ট। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিউইরা। ইংল্যান্ড পেয়েছে ৪১.০৭ শতাংশ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পেয়েছে ৪০ শতাংশ পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ স্থানে। তারা পেয়েছে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট। পাকিস্তান এবং বাংলাদেশের টেস্ট চলছে। এই মুহূর্তে সপ্তম স্থানে পাকিস্তান। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। তারা পেয়েছে ২৫ শতাংশ পয়েন্ট। সবচেয়ে নীচে ওয়েস্ট ইন্ডিজ়। ১৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা।

সব দলেরই আরও কিছু ম্যাচ বাকি রয়েছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে পয়েন্ট তালিকায় আরও কিছু পরিবর্তন হতেই পারে।

Advertisement
আরও পড়ুন