টি-টোয়েন্টি সিরিজের আগে চিন্তায় বাটলাররা ফাইল চিত্র
সতীর্থ ক্রিকেটারকে কাঁধে তুলে অভিনব অনুশীলন করছিলেন। আর সেটা করতে গিয়ে চোট পেলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। অনুশীলনের মাঝেই উঠে যেতে হল তাঁকে। ফলে টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রিস্টলের সিট ইউনিক স্টেডিয়ামে অনুশীলনের মাঝে মাঠ ছাড়েন বেয়ারস্টো। বেয়ারস্টোর বাঁ হাটুতে আইসপ্যাক লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল, বাঁ হাটুতে চোট পেয়েছেন তিনি। তবে বেয়ারস্টো কতটা গুরুতর চোট পেয়েছেন সেই বিষয়ে এখনও ইংল্যান্ড দলের তরফে কিছু জানানো হয়নি।
কী কারণে বেয়ারস্টো চোট পেয়েছেন তা প্রথমে জানা যায়নি। পরে ইংল্যান্ডের ক্রিকেটার রিচি টপলে একটি ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে, কারেনকে কাঁধে তুলে অনুশীলন করছেন বেয়ারস্টো। সেই অভিনব অনুশীলন করতে গিয়েই বেয়ারস্টো চোট পেয়েছেন বলে খবর।
Jonny Bairstow lifting Sam Curran 😂😂😂
— England’s Barmy Army (@TheBarmyArmy) July 26, 2022
📹 IG: reecejtopley pic.twitter.com/HwVH7l6wVr
বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন জস বাটলাররা। দলের অন্যতম শক্তি বেয়ারস্টো। গত কয়েক মাস ধরে ভাল ছন্দে রয়েছেন তিনি। নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে বড় রান করেছেন। তাই বেয়ারস্টো যদি খেলতে না পারেন তা হলে বড় ধাক্কা খাবে ইংল্যান্ড।
বেয়ারস্টো খেলতে না পারলে ইংল্যান্ডের মিডল অর্ডারে খেলতে দেখা যেতে পারে ফিল সল্ট ও হ্যারি ব্রুকের মধ্যে কাউকে। দু’জনেই তরুণ ক্রিকেটার। তাই অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে দলের অধিনায়ক বাটলারকে।