দীপ্তি শর্মা। ছবি: সমাজমাধ্যম।
প্রথমে বল হাতে ৩১ রানে ৬ উইকেট। এর পরে ব্যাট হাতে অপরাজিত ৩৯ রান। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় তৃতীয় এক দিনের ম্যাচ একাই মাতিয়ে দিলেন দীপ্তি শর্মা। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ় ৩-০ করল ভারত।
আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ় অল আউট হয়ে যায় ১৬২ রানে। দীপ্তি ছাড়াও ভাল বল করেন রেণুকা সিংহ ঠাকুর (৪/২৯)। শুরুতে একটু সমস্যায় পড়লেও পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ভারত। ৭৩ রানের মধ্যে ভারতের চারটি উইকেট পড়ে গিয়েছিল। দীপ্তি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে জিতিয়ে দেন। অপর প্রান্তে ১১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ।
আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। রেণুকা ফেরান কিয়ানা জোসেফকে (০)। সেই ওভারেই ফেরেন হেইলি ম্যাথেউজ়ও (০)। এর পর দিয়ান্দ্রা ডটিনকে (৫) ফেরান রেণুকা। চাপ সামলে ওয়েস্ট ইন্ডিজ়কে লড়াইয়ে ফেরান শেমাইনি ক্যাম্পবেল (৪৬) এবং চিনেল হেনরি (৬১)।
এর পরেই ওয়েস্ট ইন্ডিজ়কে শেষ করে দেন দীপ্তি। মাঝে ম্যান্ডি মাঙ্গরুকে আউট করেন রেণুকা। বাকি সব উইকেটই পেয়েছেন দীপ্তি। ১৬২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়।
রান তাড়া করতে নেমে ভারতও পড়ে সমস্যায়। স্মৃতি মন্ধানা (৪) এবং হরলীন দেওল (১) শুরুতেই ফিরে যান। প্রতিকা রাওয়াল (১৮) এবং হরমনপ্রীত কউর (৩২) কিছুটা লড়াই করেন। অবদান রেখেছেন জেমাইমা রদ্রিগেসও (২৯)। শেষের দিকে রিচার সঙ্গে দীপ্তির জুটি ভারতকে জিতিয়ে দেয়।