Virat Kohli

ব্যাটে রানের খরা, চলছে সমালোচনা, দেশে ফিরে স্ত্রী অনুষ্কাকে নিয়ে শান্তির খোঁজে বৃন্দাবনে কোহলি

বিরুষ্কা মাঝেমধ্যেই বিভিন্ন আশ্রমে যান। দেশ-বিদেশে কীর্তনের অনুষ্ঠানেও একাধিক বার দেখা গিয়েছে তাঁদের। মানসিক শান্তি এবং শক্তির খোঁজে ঈশ্বরের দ্বারস্থ হওয়া নতুন নয় তারকা দম্পতির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৩
picture of Virat Kohli and Anushka Sharma

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

অস্ট্রেলিয়া সফরে রান পাননি বিরাট কোহলি। পার্‌থে প্রথম টেস্টে শতরান করলেও পরের চারটি ম্যাচে হতাশ করেছেন। অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটাতে পারছেন না। প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর দলে থাকা নিয়ে। এই পরিস্থিতিতে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে শান্তির খোঁজে বিশেষ এক জায়গায় গেলেন কোহলি।

Advertisement

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বৃন্দাবন গিয়েছেন কোহলি এবং অনুষ্কা। সেখানে তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের আশ্রমে গিয়েছিলেন তাঁরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় মহারাজের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে বিরুষ্কাকে। কোহলির মতো সফল মানুষকে সামলে রাখার জন্য অনুষ্কার প্রশংসা করতে শোনা গিয়েছে মহারাজকে। কোহলির নম্র ব্যবহার এবং বিশ্বাসের অবিচল থাকার কথাও বলেছেন। কোহলি এবং অনুষ্কার সঙ্গে ছিল তাঁদের দুই সন্তানও। তাদের ছবি অবশ্য প্রকাশ করা হয়নি।

অস্ট্রেলিয়ায় ন’টি ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে ১৯০ রান। গড় ২৩.৭৫। প্রায় সব ইনিংসেই একই ভুল করে উইকেট ছুড়ে দিয়েছেন। তাঁর সমালোচনায় সরব ক্রিকেটপ্রেমী এবং প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কেউ কেউ রঞ্জি ট্রফি খেলারও পরামর্শ দিয়েছেন। বিষয়টি অজানা নয় কোহলিরও। এর পর সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান না পেলে সমালোচনা আরও তীব্র হতে পারে। টেস্ট দলের পর এক দিনের দলে তাঁর জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। স্বভাবতই কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছেন কোহলি। সম্ভবত মানসিক শান্তির খোঁজেই তিনি স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে মহারাজের আশ্রমে গিয়েছেন।

এ বারই অবশ্য প্রথম নয়। বিরুষ্কা মাঝে মধ্যেই বিভিন্ন আশ্রমে যান। দেশ-বিদেশে কীর্তনের অনুষ্ঠানেও একাধিক বার দেখা গিয়েছে তাঁদের। মানসিক শান্তি এবং শক্তির খোঁজে ঈশ্বরের দ্বারস্থ হওয়া নতুন নয় তারকা দম্পতির।

Advertisement
আরও পড়ুন