Rohit Sharma

Rohit Sharma: তিন ধরনের ক্রিকেটেই নেতৃত্বের দায়িত্ব পেয়ে কী বলছেন রোহিত

দলে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার আছেন বলে মনে করেন রোহিত শর্মা। তাঁর মতে, কে এল রাহুল, ঋষভ পন্থদেরও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭
রোহিত শর্মা।

রোহিত শর্মা। —ফাইল ছবি

সম্প্রতি তিন ধরনের ক্রিকেটেই ভারতের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে শুক্রবার তা নিয়ে নিজের অনুভূতি জানালেন রোহিত। একই সঙ্গে প্রশংসা করলেন সহ অধিনায়ক যশপ্রীত বুমরার।

এ দিন লখনউয়ে রোহিত বলেছেন, ‘‘ভারতকে তিন ধরনের ক্রিকেটেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বিরাট সম্মান এবং দারুণ অনুভূতি। আমার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নেতৃত্বের সুযোগ পেয়ে আমি আনন্দিত। খুবই খুশি হয়েছি। আমাদের এক ঝাঁক দারুণ ক্রিকেটার রয়েছে। এই দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। দেখা যাক, আমরা মাঠে কী করতে পারি।’’

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বুমরাকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম পাওয়ার পর দলে ফিরেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি। নিজের ডেপুটিরও প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিত বলেছেন, ‘‘বোলার না ব্যাটার, এটা কোনও বিষয় নয়। আসল হল ক্রিকেট মস্তিষ্ক। আর বুমরার ক্রিকেট মস্তিষ্ক দারুণ। আমি ওকে ভাল ভাবে জানি। ওর ক্রিকেট মস্তিষ্ক কেমন, সেটাও বুঝি। নেতৃত্বের জায়গায় আসায় ওর ভালই হবে। ও নিজের খেলাকে পরবর্তী পর্যায় উন্নীত করতে পারবে। আমি নিশ্চিত, ও সেটাই করবে। যা করবে তাতে আরও বেশি আত্মবিশ্বাস পাবে এই ভূমিকার জন্য। দলে ওকে সহ অধিনায়ক হিসেবে পাওয়া দারুণ ব্যাপার।’’

কেবল বুমরাই নয়। দলে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার আছেন বলেই মনে করেন রোহিত। তাঁর মতে, কে এল রাহুল, ঋষভ পন্থরাও নেতৃত্ব দিতে পারেন। তাঁদের সেই যোগ্যতা রয়েছে। রোহিত বলেছেন, ‘‘বুমরা, রাহুল বা পন্থকে নিয়ে জানতে চাইলে বলব, ভবিষ্যত ভারতীয় ক্রিকেটে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওরা সকলেই আগামী দিনে নেতৃত্বের দাবিদার।’’

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রোহিত নিজের অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন। রোহিত জানিয়েছেন, ‘‘আমার পদ যাই হোক না কেন, যে ভাবে পারি সে ভাবেই অবদান রাখার জন্য সব সময় প্রস্তুত আছি আমি। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সম্মানের ব্যাপার। অধিনায়ক না থাকলেও নিজের যোগ্যতা অনুযায়ী সেরাটুকুই দেওয়ার চেষ্টা করব। শুধু ভাল করাই লক্ষ্য আমার।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে ভাল ফল নিয়ে আশাবাদী রোহিত। টি-টোয়েন্টি সিরিজে দীপক চাহার এবং সূর্যকুমার যাদবকে এই সিরিজে চোটের জন্য পাবেন না। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলী, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুরকে। তা হলে কি দল কিছুটা দুর্বল হবে? তেমনটা একদমই মনে করছেন না রোহিত। যারা দলে আছেন, তাঁদের নিয়েই প্রতিপক্ষ শিবিরে কঠিন প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে তৈরি তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে এসেছেন সঞ্জু স্যামসন। তাঁকে নিয়ে রোহিত বলেছেন, ‘‘সঞ্জু দারুণ প্রতিভাবান। আইপিএল-এর ইনিংসগুলোয় সকলেই দেখেছেন, ও কী করতে পারে। দক্ষতা এবং প্রতিভা অনেকেরই থাকে। কিন্তু সেগুলো কী ভাবে কাজে লাগাতে হয়, তা অনেকে জানে না। নিজের প্রতিভা কতটা কাজে লাগাতে পারবে এটা অবশ্যই সঞ্জুর উপর। সকলের মধ্যেই কিছু না কিছু ইতিবাচক দিক রয়েছে। সুযোগ পেলে আমরা অবশ্যই ওকে আত্মবিশ্বাস জোগাব। প্রথম একাদশে থাকার সুযোগ আছে বলেই ও দলে রয়েছে। পিছনের পায়ে ওর খেলার দক্ষতা দারুণ। অস্ট্রেলিয়ায় শট মারতে এই দক্ষতা ভীষণ দরকার হয়। আশা করব, সঞ্জু নিজের যোগ্যতার প্রতি সুবিচার করবে।’’

Advertisement
আরও পড়ুন