Harbhajan Singh Comment on Jofra Archer

আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে বিতর্কে হরভজন, ধারাভাষ্য থেকে তিনিও কি ছাঁটাই হবেন?

আবার বিতর্কে জড়িয়েছেন হরভজন সিংহ। আইপিএলের ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালসের জফ্রা আর্চারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন তিনি। এই মন্তব্য ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১১:০৪
cricket

জফ্রা আর্চার (বাঁ দিকে) ও হরভজন সিংহ। —ফাইল চিত্র।

আইপিএলের মঞ্চে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরভজন সিংহ। ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জফ্রা আর্চারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্য ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। শুরু হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন, হরভজনকে ক্ষমা চাইতে হবে।

Advertisement

বর্ণবিদ্বেষী মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি দিতে পারে হরভজনকে। আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়তে পারেন তিনি। ইতিমধ্যেই এই তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত রাগ থেকে ক্রিকেটারদের নিশানা করেন তিনি। সেই তালিকায় এ বার পড়তে পারেন ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার হরভজনও।

ঠিক কী হয়েছিল?

ঘটনাটি ঘটেছে রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে হায়দরাবাদ। রাজস্থানের প্রায় প্রত্যেক বোলার রান দেন। তবে সবচেয়ে বেশি রান দিয়েছেন আর্চার। চার ওভাবে ৭৬ রান দিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

আর্চার যখন বল করছিলেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। আর্চারকে মার খেতে দেখে তিনি বলেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার যেমন চড়চড় করে বাড়ে, তেমনই এখানে আর্চারের মিটার চড়চড় করে বাড়ছে।” হরভজনের ‘কালো ট্যাক্সি’ মন্তব্য নিয়ে আপত্তি। ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ক্রিকেটার আর্চারকে ব্যঙ্গ করে তিনি এই উদাহরণ দিয়েছেন বলে অভিযোগ।

খেলাধুলোয় এখন বর্ণবিদ্বেষ খুব বড় অপরাধ। ক্রিকেট হোক বা ফুটবল, কারও বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজকেরা স্পষ্ট বার্তা পাঠান, কোনও ভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য বরদাস্ত করা হবে না। এখনও এই বিতর্ক নিয়ে হরভজন মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি। তবে যদি রাজস্থান কোনও অভিযোগ করে বা বিতর্ক বাড়তে থাকে, সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড হরভজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ধারাভাষ্যকারদের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে।

হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে হরভজনের বিরুদ্ধে। অভিযোগ, হরভজন তাঁকে ‘মাঙ্কি’ বা বাঁদর বলেছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন হরভজন। তার পরেও তাঁকে শাস্তি পেতে হয়েছিল। নির্বাসিত করা হয়েছিল হরভজনকে। এই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত। আইপিএলে প্রতিপক্ষ ক্রিকেটার এস শ্রীসন্থকে মাঠেই চড় মেরেছিলেন হরভজন। সেই ঘটনা নিয়েও বিতর্ক হয়েছিল। আরও এক বার বিতর্কে জড়ালেন হরভজন। এখন দেখার এই বিতর্কের জল কত দূর গড়ায়।

Advertisement
আরও পড়ুন