Virat Kohli

কোহলি ছাড়া বাকিদেরও উপদেশ দিন গাওস্কর! বিরাটের ঢাল ছোটবেলার কোচ রাজকুমার শর্মা

ব্যাট হাতে ভাল ফর্মে নেই বিরাট কোহলি। ফর্মে ফেরাতে তাঁকে একের পর এক পরামর্শ দিয়ে চলেছেন সুনীল গাওস্কর। কোহলির ঢাল হয়ে দাঁড়ালেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:১১
cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি ও সুনীল গাওস্কর (ডান দিকে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় পার্‌থে দ্বিতীয় ইনিংস শতরান ছাড়া রান নেই বিরাট কোহলির ব্যাটে। একের পর এক ইনিংসে খারাপ শট খেলে আউট হচ্ছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে এখনও সমস্যা হচ্ছে তাঁর। এই পরিস্থিতিতে কোহলিকে ফর্মে ফেরাতে একের পর এক পরামর্শ দিয়ে চলেছেন সুনীল গাওস্কর। কোহলির ঢাল হয়ে দাঁড়ালেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

Advertisement

ব্রিসবেনে প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হয়েছে কোহলি। তার পরেই গাওস্কর তাঁকে সিডনিতে সচিন তেন্ডুলকরের ২৪১ রানের ইনিংস দেখে শিখতে বলেছেন। সেই প্রসঙ্গে রাজকুমার বলেন, “গাওস্কর কিংবদন্তি ক্রিকেটার। ওঁর পরামর্শ সবসময় স্বাগত। কিন্তু ওঁর তো বাকিদেরও পরামর্শ দেওয়া উচিত। এমন নয় শুধু কোহলি খারাপ খেলছে। কিন্তু গাওস্কর শুধু ওকেই পরামর্শ দিচ্ছেন।”

রাজকুমারের মতে, কোহলি ধারাবাহিক ভাবে ভারতের হয়ে ভাল খেলেছেন। তাই কয়েকটি ইনিংস দেখে তাঁকে বিচার করা উচিত নয়। ছোটবেলা থেকেই এই রাজকুমারের হাতেই তৈরি হয়েছেন কোহলি। তাই কঠিন সময়ে কোচকে পাশে পেয়েছেন তিনি। রাজকুমার বলেন, “২০০৮ সাল থেকে কোহলি দেশের হয়ে ভাল খেলছে। তাই দুটো ইনিংসের উপর নির্ভর করে ওকে বিচার করা উচিত নয়। এই সিরিজেই ও শতরান করেছে। এই সিরিজ়ে কত জন ব্যাটার শতরান করেছে?”

চলতি বছর কোহলির প্রথম ইনিংসের গড় খুব খারাপ। আটটি ইনিংসে ৭৩ রান করেছেন তিনি। পর পর আটটি টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরান করতে না পারা কোহলির পরিসংখ্যানের দিকে তাকাতে চাইছেন না রাজকুমার। তিনি বলেন, “সত্যি বলতে, আমি পরিসংখ্যান নিয়ে ভাবি না। কোহলি যে মানের ক্রিকেটার তাতে ও ফর্মে ফিরবেই। ভারতের ক্রিকেট ইতিহাসে কোহলি সবচেয়ে ধারাবাহিক ব্যাটার বলেই হয়তো ওকে এত সমালোচনা সহ্য করতে হয়।”

খারাপ সময়ে ছাত্রের সঙ্গে কথা হয়েছে রাজকুমারের। কিন্তু কী কথা হয়েছে তা বলতে চাননি তিনি। রাজকুমার বলেন, “ওর টেকনিক বা মানসিকতা নিয়ে কোনও সমস্যা নেই। আমাদের মধ্যে কথা হয়েছে। কী কথা হয়েছে তা বলব না। ও জানে কোথায় সমস্যা হচ্ছে। ও ঠিক আবার রানে ফিরবে।”

Advertisement
আরও পড়ুন