—ফাইল চিত্র
বদলে গেল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সূচি। ২১ জুলাই বোর্ডের তরফে যে দিন ঘোষণা করা হয়েছিল তা পাল্টে গেল বুধবার। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের সূচিতে বদল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২০ সেপ্টেম্বর মোহালিতে প্রথম ম্যাচ হবে। ২৩ সেপ্টেম্বর নাগপুর ও ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে হবে বাকি দুই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ হবে। সেই সূচিতেই বদল করল বোর্ড।
Take a look at #TeamIndia's home series fixture against Australia. 👍#INDvAUS pic.twitter.com/zwNuDtF32R
— BCCI (@BCCI) August 3, 2022
Check out the #INDvSA home series schedule. 👌#TeamIndia | @BCCI | @OfficialCSA pic.twitter.com/jo8zC4hjDq
— BCCI (@BCCI) August 3, 2022
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২৮ সেপ্টেম্বর তিরুবন্তপুরমে হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর। গুয়াহাটিতে খেলবে তারা। এই ম্যাচ হওয়ার কথা ছিল ১ অক্টোবর। সিরিজের শেষ ম্যাচ ৪ অক্টোবর। ইনদওরে হবে সেই ম্যাচ। এই ম্যাচ হওয়ার কথা ছিল ৩ অক্টোবর। এক দিনের সিরিজ শুরু ৬ অক্টোবর থেকে শুরু। সেই ম্যাচ হবে লখনউতে। রাঁচিতে হবে দ্বিতীয় ম্যাচ। ৯ অক্টোবর সেই ম্যাচ হবে। শেষ ম্যাচ দিল্লিতে। ১১ অক্টোবর হবে সেই ম্যাচ।