সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুক্রবার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর প্রথম বার একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে রাঁধুনি হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
কী রাঁধলেন সূর্যকুমার? টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর নেওয়ার পর তাঁর উপর নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োতে সেই অধিনায়কই হয়ে গিয়েছেন রাঁধুনি। তবে হাতা, খুন্তি নিয়ে নয়, দল তৈরির রাঁধুনি হয়েছেন তিনি। আর রেঁধেছেন রমনদীপ সিংহ এবং বিজয়কুমার বিশাক। ভারতের এই দুই ক্রিকেটার প্রথম বার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেখানে সূর্যকুমার রাঁধুনি আর দুই নতুন পদ রমনদীপ এবং বিশাক।
বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রথম একাদশে রমনদীপ এবং বিশাকের মধ্যে কেউ থাকবেন কি না তা স্পষ্ট নয়। তবে শুধু তাঁরা নন, প্রথম বার ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন যশ দয়ালও। তবে এর আগে তিনি টেস্ট দলে ডাক পেয়েছিলেন। সেই কারণে পরিচয় করিয়ে দেওয়া হল রমনদীপদের সঙ্গে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে নজর কেড়েছিলেন রমনদীপ। বিশাক খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। চার ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। এখনও পর্যন্ত আইপিএলে ১১টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। রমনদীপ কেকেআরের হয়ে ১৫টি ম্যাচে করেন ১২৫ রান। তাঁর স্ট্রাইক রেট ২০১.৬১। ভারতীয় দলের জার্সি তাঁরা পান কি না সেই দিকেই নজর থাকবে সকলের।