CAB

বোর্ড বৈঠকে নাম পাঠাতে ভুলে গেল সিএবি

এসজিএম এর জন্য বোর্ড যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম নেই সিএবি-র প্রতিনিধি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৬:১৮
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভার (এসজিএম) জন্য প্রতিনিধির নাম পাঠাতেই ভুলে গেল সিএবি। যা নিয়ে বিপাকে বাংলার ক্রিকেট সংস্থা। এসজিএম এর জন্য বোর্ড যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম নেই সিএবি-র প্রতিনিধি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের।

Advertisement

১২ জানুয়ারি বোর্ডের এসজিএম। তার আগে প্রত্যেক রাজ্য সংস্থা তাদের প্রতিনিধির নাম পাঠিয়েছে বোর্ডকে। ২৮ তারিখ সন্ধে ৬টার মধ্যে বোর্ডের কাছে সিএবি-র প্রতিনিধির নাম পাঠাতে হত। কিন্তু তা ভুলে যান সিএবি-র সদস্যেরা। যা নিয়ে বোর্ডের ইলেকটোরাল অফিসার এ. কে. জ্যোতি বলেছেন, ‘‘সিএবি তাদের প্রতিনিধির নাম আজ সকালে পাঠিয়েছে। বিজ্ঞপ্তিতে আগেই বলে দেওয়া হয়েছিল সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ৩৫টি রাজ্য সংস্থার মধ্যে ৩৪টি সংস্থা তাদের প্রতিনিধির নাম পাঠাতে ভুল করেনি। তা হলে সিএবি কেন পারল না?’’ যোগ করেন, ‘‘সময়সীমার ২৪ ঘণ্টা পরে কোনও সংস্থা যদি তাদের প্রতিনিধির নাম পাঠায় তা হলে সেই আবেদন গ্রহণযোগ্য নয়।’’

সিএবি সূত্রে খবর, প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলছেন। সোমবার আরও এক বার সিএবি প্রতিনিধির নাম পাঠানো হবে। তা গৃহীত হবে কি না, দেখার।

Advertisement
আরও পড়ুন