India vs Australia

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়কে অ্যাশেজের পাশে রাখছেন কেকেআরের স্টার্ক, তর সইছে না অজি বোলারের

২০১৪ সালের পর টেস্ট সিরিজ়ে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। এ বার ঘরের মাঠে জিততে মরিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। স্টার্ক বর্ডার-গাওস্কর ট্রফিকে তুলনা করেছেন অ্যাশেজের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৯:১৮
picture of Mitchell Starc

মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফি কোনও অংশে কম নয় অ্যাশেজ় সিরিজ়ের থেকে। গুরুত্বের দিক থেকে দুই সিরিজ়কে একই জায়গায় রাখছেন মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলারের মতে, ভারত-পাকিস্তান সিরিজ় বন্ধ হওয়ার পর গত দু’দশকে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়। তাঁর যেন তর সইছে না।

Advertisement

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। পাঁচ টেস্টের সিরিজ়ে মুখোমুখি হবে দু’দল। এই সিরিজ় নিয়ে এখন থেকেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। স্টার্ক বলেছেন, ‘‘এ বার থেকে বর্ডার-গাওস্কর ট্রফি অ্যাশেজ় সিরিজ়ের মতো পাঁচ টেস্টের হবে। ঘরের মাঠে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাইব। যদিও ভারত খুব শক্তিশালী দল।’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাই বর্ডার-গাওস্কর ট্রফি দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বারের মতো ২০২৫ সালের টেস্ট বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হতে পারে এই দু’দল। অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেছেন, ‘‘টেস্টে ক্রিকেটে সেরা দুই দল মুখোমুখি হবে। মনে হয় এই সিরিজ়টা খুব উত্তেজক হবে। ক্রিকেটপ্রেমীদের কাছে তো বটেই, ক্রিকেটারদের জন্যও। আশা করব আগামী ৮ জানুয়ারি আমরা ট্রফি নিয়ে সাজঘরে ফিরতে পারব।’’

উল্লেখ্য, ২০১৪ সালের পর বর্ডার-গাওস্কর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। টানা চার বার ট্রফি জিতেছে ভারত। তার মধ্যে দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় জিতেছে ভারতীয় দল। তাই এ বার ঘরের মাঠে বর্ডার-গাওস্কর ট্রফি জিততে মরিয়া অস্ট্রেলীয় ক্রিকেটারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement