Ranji Trophy 2024

প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ বাংলা, রঞ্জির প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট মনোজদের

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট করল বাংলা। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে পারলেন না মনোজ তিওয়ারিরা। ফলে ম্যাচ ড্র হলেও পয়েন্ট নষ্ট হল বাংলার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১২:০২
cricket

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। —ফাইল চিত্র

তৃতীয় দিনে মাত্র ৩ উইকেট পড়েছিল অন্ধ্রপ্রদেশের। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগে অন্ধ্রের বাকি সব উইকেট ফেলে দিলেও লিড নিতে পারল না বাংলা। প্রথম সেশনে ১০৬ রান করল অন্ধ্র। ফলে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৩৬ রানের লিড নিয়ে নিল তারা।

Advertisement

অন্ধ্রের ইনিংস টানলেন সেই রিকি ভুঁই। তৃতীয় দিনেই শতরান করেছিলেন তিনি। কিন্তু সেখানেই থেমে থাকেননি। শেষ পর্যন্ত খেলেন তিনি। রিকিকে সঙ্গ দেন নীতীশ রেড্ডি ও শোয়েব মহম্মদ খান। নীতীশ করেন ৩০ রান। শোয়েবের ব্যাট থেকে আসে ৫৬ রান।

তৃতীয় দিনের শেষে ৭০ রানে এগিয়ে ছিল বাংলা। চতুর্থ দিন দ্রুত উইকেট ফেলতে পারলে একটা সুযোগ ছিল লিড নেওয়ার। কিন্তু রিকি তা হতে দিলেন না। ঠান্ডা মাথায় খেললেন তিনি। একের পর এক উইকেট পড়লেও তাঁকে টলানো যাচ্ছিল না।

অন্ধ্র বাংলার রান টপকে যাওয়ার পরে দ্রুত খেলা শুরু করেন রিকি। শেষ পর্যন্ত ১৭৫ রান করে আউট হন তিনি। ইনিংসে ২৩টি চার ও একটি ছক্কা মারেন তিনি। রিকি আউট হওয়ার সঙ্গেই শেষ হয়ে যায় অন্ধ্রের ইনিংস। ৪৪৫ রানে অল আউট হয় তারা।

প্রথম ইনিংসে লিড নেওয়ায় ম্যাচ ড্র হলে ৩ পয়েন্ট পাবে অন্ধ্র। অন্য দিকে মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে মনোজ তিওয়ারিদের।

Advertisement
আরও পড়ুন