ICC ODI World Cup 2023

বিশ্বকাপের খসড়া সূচি সব দেশের কাছে পাঠাল বোর্ড! ভারত-পাকিস্তান ম্যাচ কবে, কোথায়?

এক দিনের বিশ্বকাপের খসড়া সূচি তৈরি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কাছে সেই সূচি পাঠিয়েও দিয়েছে বিসিসিআই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৩:৫২
Babar Azam and Rohit Sharma

বাবর আজ়ম (বাঁ দিকে) ও রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র

এখনও এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি আইসিসি। তবে বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কাছে নাকি ইতিমধ্যেই খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির কাছেও পাঠানো হয়েছে সেই সূচি। সবুজ সঙ্কেত পেলেই ঘোষণা করা হবে বিশ্বকাপের সূচি।

ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, ভারত কবে কোথায় তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে তার তালিকা তৈরি। সেই তালিকা অনুযায়ী, ৮ অক্টোবর ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চেন্নাইয়ে হবে সেই খেলা। ১৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই খেলার কেন্দ্র ঠিক করা হয়েছে আমদাবাদ। অবশ্য কয়েক দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আমদাবাদে খেলতে রাজি নয় তারা। বোর্ডের চেয়ারম্যান নাজাম শেট্টি জানিয়েছেন, আমদাবাদ ছাড়া অন্য যে কোনও মাঠে খেলতে তাঁরা তৈরি। তার পরেও এই ম্যাচের কেন্দ্র হিসাবে আমদাবাদকেই ঠিক করা হয়েছে খসড়া সূচিতে।

Advertisement

ভারতের গ্রুপ পর্বের ম্যাচের তালিকা

  • বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
  • বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
  • বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ
  • বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে
  • বনাম নিউ জ়িল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
  • বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
  • বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
  • বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
  • বনাম কোয়ালিফায়ার, ১১ অক্টোবর, বেঙ্গালুরু

ভারত ছাড়াও পাকিস্তান কবে কোথায় খেলবে তারও একটা তালিকা দেওয়া হয়েছে। পাকিস্তান মোট পাঁচটি মাঠে নিজেদের সব ম্যাচ খেলবে।

বাবরদের ম্যাচের তালিকা

  • বনাম কোয়ালিফায়ার, ৬ অক্টোবর, হায়দরাবাদ
  • বনাম কোয়ালিফায়ার, ১২ অক্টোবর, হায়দরাবাদ
  • বনাম ভারত, ১৫ অক্টোবর, আমদাবাদ
  • বনাম অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর, বেঙ্গালুরু
  • বনাম আফগানিস্তান, ২৩ অক্টোবর, চেন্নাই
  • বনাম দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর, চেন্নাই
  • বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর, কলকাতা
  • বনাম নিউ জ়িল্যান্ড, ৫ অক্টোবর, বেঙ্গালুরু
  • বনাম ইংল্যান্ড, ১২ নভেম্বর, কলকাতা

২৭ মে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি। কেন দেরি হচ্ছে, সেই বিষয়ে অবশ্য কিছু জানায়নি বিসিসিআই।

Advertisement
আরও পড়ুন