India vs Australia

অস্ট্রেলিয়া সফরের দলে কি থাকবেন ১৫৭ কিলোমিটার গতির মায়াঙ্ক? মতামত জানালেন বোর্ড সচিব জয় শাহ

ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার গতিতে বল করে গত আইপিএলে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। লখনউয়ের বোলারের অস্ট্রেলিয়া সফরের দলে থাকা উচিত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ১২:৩৯
picture of Mayank Yadav

মায়াঙ্ক যাদব। —ফাইল চিত্র।

গত আইপিএলে নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের জোরে বোলারের গতি চমকে দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। অস্ট্রেলিয়া সফরে তাঁকে দলে রাখা উচিত বলে আইপিএলের সময় মতামত দিয়েছিলেন অনেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অবশ্য তেমন কোনও নিশ্চয়তা দিতে নারাজ।

Advertisement

ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে আইপিএলে নজর কেড়েছিলেন ২১ বছরের মায়াঙ্ক। চোটের জন্য অবশ্য সম্পূর্ণ আইপিএলে তাঁকে পায়নি লখনউ। দিল্লির তরুণ ক্রিকেটার চোট সারিয়ে অনুশীলন শুরু করেছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। সুস্থ হয়ে ওঠা মায়াঙ্ককে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে দেখা যাবে? তাঁর বলের গতি কি অস্ট্রেলিয়ার মাটিতে কাজে লাগানোর চেষ্টা করবে ভারতীয় দল?

বিসিসিআই সচিব সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। জয় বলেছেন, ‘‘মায়াঙ্ক যাদব দলে থাকবে কি না, বলা সম্ভব নয়। এমন কোনও নিশ্চয়তা দিতে পারব না। মায়াঙ্ক অবশ্য ভাল জোরে বোলার। ওর মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওর দিকে আমাদের নজর রয়েছে। এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে মায়াঙ্ক।’’

আইপিএলে সর্বোচ্চ ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন মায়াঙ্ক। তাঁর বলের গতি পার্‌থ, অ্যাডিলেড বা ব্রিসবেনের উইকেটে কার্যকরী হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। পাঁচ টেস্টের সিরিজ়ে প্যাট কামিন্সদের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। তাই আবার আলোচনায় উঠে এসেছেন মায়াঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement