IPL 2025

আইপিএল কবে শুরু জানিয়ে দিল বোর্ড, আগামী তিন বছরের তারিখ ঘোষিত

নিলামের দু’দিন আগে ঘোষিত আইপিএল শুরুর দিন। জানিয়ে দেওয়া হল ফাইনালের দিনও। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৯:৫৯
IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে। নিলামের দু’দিন আগে ঘোষিত আইপিএল শুরুর দিন। জানিয়ে দেওয়া হল ফাইনালের দিনও। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর আইপিএলের ফাইনাল হবে ২৫ মে।

Advertisement

এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোনও কারণ যদিও কিছু জানায়নি তারা। আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসবেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে আর মাত্র কয়েক দিন রয়েছেন জয়। তার আগে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজ়গুলিও সেই ভাবে রাখা যাবে। কোনও ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেই দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এ বারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিল।

আরও পড়ুন
Advertisement