Bangladesh Cricket

রাজনীতির মাঠে নেতা শাকিব, বাধ্য হয়ে মাঠের নেতা বদল! নতুন অধিনায়ক বাংলাদেশে, কে পেলেন দায়িত্ব?

বিশ্বকাপের শেষ ম্যাচে খেলেননি শাকিব। তাঁর চোট রয়েছে বলে জানিয়েছিলেন। দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন তিনি। শাকিবের চোট এখনও সারেনি বলেও জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ১১:১৫
Shakib Al Hasan

শাকিব আল হাসান। ছবি: ফেসবুক।

টেস্ট ক্রিকেটে শাকিব আল হাসান খেলছেন না। তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত। যিনি অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই শতরান করেছেন। সাদা বলের ক্রিকেটেও আপাতত খেলবেন না রাজনীতি নিয়ে ব্যস্ত থাকা শাকিব। তাই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও অধিনায়ক করা হল শান্তকে।

Advertisement

বিশ্বকাপের শেষ ম্যাচে খেলেননি শাকিব। তাঁর চোট রয়েছে বলে জানিয়েছিলেন। দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন তিনি। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ পার্টির হয়ে মাগুরা-১ কেন্দ্রে প্রার্থী তিনি। তাঁর চোট এখনও সারেনি বলেও জানানো হয়েছে। তাই আপাতত দেশের হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে। অধিনায়ক শান্তের সহকারী হিসাবে থাকবেন মেহিদি হাসান মিরাজ। চোটের কারণে সাদা বলের সিরিজ়ে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। তবে লিটন দাস দলে ফিরছেন। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি।

কিউইদের বিরুদ্ধে তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। লাল বলের ম্যাচ রয়েছে দু’টি। একটি চলছে। অন্যটি শুরু ৬ ডিসেম্বর থেকে। সাদা বলের সিরিজ় শুরু ১৭ ডিসেম্বর থেকে।

এক দিনের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, তোহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহিদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তোহিদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহিদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শাক মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রানবীর ইসলাম এবং তানজিম হাসান শাকিব।

আরও পড়ুন
Advertisement