Bangladesh Cricket

বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক! গোটা বছরে মাত্র পাঁচ ওভার হাত ঘোরানো বোলার জাতীয় দলে

সম্প্রতি টি-টোয়েন্টিতে বিশ্বসেরা দল ইংল্যান্ডকে ঘরের মাঠে চুনকাম করেছে বাংলাদেশ। সেই দলে দুটি বদল করলেন বাংলাদেশের কোচ চন্দিকা হাতুরুসিঙ্ঘে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা দুই ক্রিকেটারের ডাক পড়ল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১২:১৬
bangladesh cricket team

বাংলাদেশের এই দল থেকেই বাদ পড়েছেন তিন জন। ছবি: পিটিআই

সম্প্রতি টি-টোয়েন্টিতে বিশ্বসেরা দল ইংল্যান্ডকে ঘরের মাঠে চুনকাম করেছে বাংলাদেশ। কিছু দিন পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে তারা। সেই দলে দুটি বদল করলেন বাংলাদেশের কোচ চন্দিকা হাতুরুসিঙ্ঘে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা দুই ক্রিকেটারের ডাক পড়ল। তাঁরা হলেন রিশাদ হোসেন এবং জাকের আলি। প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন তাঁরা। তিন ম্যাচের সিরিজ় শুরু হচ্ছে ২৭ মার্চ। প্রথম দলে এসেছেন শোরিফুল ইসলামও। ইংল্যান্ডকে যে দল হারিয়েছিল, সেই দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, তনবীর ইসলাম এবং রেজাউর রহমান রাজা।

রিশাদকে নেওয়া এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ। গত কয়েক বছর ধরেই জাতীয় দলের আশপাশে ঘোরাফেরা করছিলেন তিনি। কিন্তু ঢুকতে পারছিলেন না। ঘরোয়া ক্রিকেটেও সুযোগ মিলছিল না সে ভাবে। সে দেশের বেশির ভাগ লেগ স্পিনারের ক্ষেত্রেই একই অবস্থা। শেষ বার দু’বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন রিশাদ। এ বছর একটি প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ৫.১ ওভার বল করেছেন।

Advertisement

প্রতিযোগিতামূলক ক্রিকেটে রিশাদ কেমন খেলেন, সেটা দেখে নিতে চাইছেন হাতুরুসিঙ্ঘে। সে কারণেই তাঁকে দলে ডেকেছেন। প্রথম বার বাংলাদেশের কোচ থাকার সময় এ ভাবেই জুবেইর হোসেনকে দলে নিয়েছিলেন তিনি।

অন্য দিকে, জাকের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট লিগে টানা তিনটি শতরান করেছেন। ছ’ইনিংসে তাঁর রান ৪৯২। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ছিলেন, যাঁরা এ বার বিপিএল জিতেছে।

রেজাউরের জায়গায় দলে এসেছেন শোরিফুল। বিভিন্ন দলে থাকলেও ২০২১-এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি রেজাউরের। আফিফের বাদ পড়া অবশ্য কিছুটা বিস্ময়কর। দেশের হয়ে টানা ৬১টি ম্যাচ খেলেছেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েন। এ বার গোটা সিরিজ়‌ থেকেই বাদ পড়লেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement