মুশফিকুর রহিম। —ফাইল চিত্র।
চোট পেলেন মুশফিকুর রহিম। তাঁর বাঁ হাতের কনিষ্ঠায় চোট। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তাঁকে আর পাবে না বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯২ রানে হারের পর আরও সমস্যায় তারা।
প্রথম এক দিনের ম্যাচে খেলার সময়ই চোট পান উইকেটরক্ষক মুশফিকুর। বাংলাদেশের ফিজিয়ো দেলোয়ার হোসেন বলেন, “আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে উইকেটরক্ষা করার সময় আঙুলে চোট পান মুশফিকুর। ম্যাচের পর এক্স রে করানো হয়। তাতে দেখা গিয়েছে যে, আঙুলের হাড়ে চিড় ধরেছে। দ্বিতীয় এবং তৃতীয় এক দিনের ম্যাচে তাই খেলতে পারবেন না তিনি। কবে মাঠে ফিরতে পারবেন তা পরে জানানো হবে।”
প্রথম এক দিনের ম্যাচে চোট পেলেও ব্যাট করেন মুশফিকুর। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু তিন বলের বেশি খেলতে পারেননি। এক রান করে আউট হয়ে যান মুশফিকুর। বাংলাদেশ শেষ ৮ উইকেট হারায় মাত্র ২৩ রানে।
আফগানিস্তানের বিরুদ্ধে মুশফিকুরকে বাকি ম্যাচে না পাওয়ায় সমস্যায় পড়বে বাংলাদেশ। লিটন দাশের জ্বর। তিনি দলেই নেই। ফলে জাকের আলিকে উইকেটরক্ষক হিসাবে দেখা যাওয়ার সম্ভাবনা। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় শেষ হলে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে। সেখানে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ১৫ নভেম্বর থেকে শুরু হবে সেই সফর।