BGT 2024-25

ব্রিসবেনে ফিরছেন হেজ়লউড, বাদ গোলাপি বলের টেস্টে অসিদের জয়ের অন্যতম নায়ক

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার ফিরছেন ব্রিসবেনে। প্রথম একাদশে তাঁকে দেখা যাবে বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। বাদ পড়বেন কে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১১:১৫
Australia

অস্ট্রেলিয়া দল। —ফাইল চিত্র।

চোটের কারণে গোলাপি বলের টেস্টে খেলতে পারেননি জস হেজ়লউড। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার ফিরছেন ব্রিসবেনে। প্রথম একাদশে তাঁকে দেখা যাবে বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। বাদ পড়বেন কে?

Advertisement

পার্‌থ টেস্টের পর কোমরে চোট পেয়েছিলেন হেজ়লউড। তাঁর জায়গায় অ্যাডিলেডে খেলেছিলেন স্কট বোলান্ড। গোলাপি বলের টেস্টে যথেষ্ট দাপট দেখিয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন। কিন্তু ব্রিসবেনে তাঁকেই বসতে হবে। হেজ়লউড সম্পর্কে কামিন্স বলেন, “ওর কোনও সমস্যা নেই। খুব ভাল ছন্দে বল করছে। অ্যাডিলেডেও নেটে বল করেছে। দলের চিকিৎসকেরা মনে করছেন হেজ়লউড খেলতে পারবে।”

হেজ়লউড ফিরলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে আবার সেই ত্রয়ীকে দেখা যাবে। মিচেল স্টার্ক, কামিন্স এবং হেজ়লউড যে কোনও প্রতিপক্ষের কাছেই কঠিন পরীক্ষা। তবে বোলান্ড ভাল করেও দল থেকে বাদ পড়বেন। কামিন্স বলেন, “সত্যিই বোলান্ডের পক্ষে কঠিন এটা মেনে নেওয়া। অ্যাডিলেডে খুব ভাল বল করেছে ও। দুঃখের বিষয়, গত দেড় বছর ধরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি বোলান্ড। কিন্তু যখনই খেলেছে, ভাল খেলেছে। তবে এই সিরিজ়ে আগামী দিনে খেলার সুযোগ পেতেও পারে।”

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় এখন ১-১। পাঁচ ম্যাচের সিরিজ়ে এখনও তিনটি ম্যাচ বাকি। অ্যাডিলেডে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন অস্ট্রেলিয়ার বোলারেরা। ব্রিসবেনে সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইবেন বিরাট কোহলিরা। তবে হেজ়লউড দলে ফেরায় অস্ট্রেলিয়ার শক্তি যে আরও বাড়বে তা বলাই যায়, যা ভারতীয় ব্যাটারদের চিন্তার কারণ হতে পারে।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচ স্টার্ক, নাথান লায়ন এবং জস হেজ়লউড।

Advertisement
আরও পড়ুন