Border-Gavaskar Trophy 2024-25

হারের পর ধাক্কা! গোলাপি বলের টেস্ট থেকে বাদ অস্ট্রেলিয়ার পেসার, অনিশ্চিত গোটা সিরিজ়েই

দলের অন্যতম অভিজ্ঞ পেসারকে গোলাপি বলের টেস্টে পাবে না অস্ট্রেলিয়া। হেজ়লউডের কোমরে ব্যথা। হেজ়লউডকে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ক্ষতি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১০:৩৬
josh hazlewood

জস হেজ়লউড। —ফাইল চিত্র।

দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে খেলতে পারবেন না জস হেজ়লউড। দলের অন্যতম অভিজ্ঞ পেসারকে গোলাপি বলের টেস্টে পাবে না অস্ট্রেলিয়া। তাঁর কোমরে ব্যথা। হেজ়লউডকে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ক্ষতি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

Advertisement

হেজ়লউড বাদ পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দল ডেকে নিয়েছে দুই পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেটকে। যদিও দলে স্কট বোলান্ড রয়েছেন। হয়তো গোলাপি বলের টেস্টে তাঁকেই খেলতে দেখা যাবে। অ্যাডিলেডে বোলান্ড শেষ খেলেছিলেন ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তিন উইকেট নিয়েছিলেন সেই ম্যাচে। অস্ট্রেলিয়ার হয়ে বোলান্ডকে শেষ বার খেলতে দেখা গিয়েছিল ২০২৩ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। প্রায় দেড় বছর আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেতে চলেছেন তিনি।

বোলান্ড এই মুহূর্তে ব্যস্ত প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। ক্যানবেরায় শনিবার থেকে সেই ম্যাচ শুরু হবে। বৃষ্টির কারণে যা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ৩৫ বছরের বোলান্ড দেশের হয়ে ১০টি টেস্টে ৩৫টি উইকেট নিয়েছেন। খেলেছেন ১৪টি এক দিনের ম্যাচ। নিয়েছেন ১৬ উইকেট। তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। নিয়েছেন তিন উইকেট। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে জাতীয় দলে ফিরেছেন বোলান্ড।

হেজ়লউডকে না পেলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ কিছুটা দুর্বল হবে। ভারতের বিরুদ্ধে এর অ্যাডিলেডে ৮ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। সেই ম্যাচে ভারত ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল। অ্যাডিলেডেই হয়েছিল সেই ম্যাচ। তাঁর চোট খুব বড় না হলেও এই সিরিজ়ে দলে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Advertisement