ICC ODI World Cup 2023

রবিবার নয়, শনিবারই অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে গিয়েছিল রোহিতের ভারত! কেন?

বিশ্বকাপের ফাইনাল খেলার ২৪ ঘণ্টা আগেই নাকি ভারতকে হারানোর সব পরিকল্পনা করে রেখেছিল অস্ট্রেলিয়া। শুধু মাঠে নেমে তা কাজে লাগানোর দরকার ছিল। সেটাই করেছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৩:৪৭
odi world cup

ম্যাচ হেরে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগের দিনই ভারতকে হারানোর সব পরিকল্পনা করে রেখেছিল অস্ট্রেলিয়া। শুধু দরকার ছিল টস জেতা। সেটা হতেই বাকি কাজটা সহজ হয়ে যায় প্যাট কামিন্সের। মাঠে নেমে নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর প্রয়োজন ছিল। সেটাই করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ও বোলারেরা। তাই ষষ্ঠ বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা।

Advertisement

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। তখন সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও পরে অসি অধিনায়ক জানান, সেই সিদ্ধান্তের নেপথ্যে অনেক কারণ ছিল। কামিন্স বলেন, ‘‘ম্যাচের আগের দিন পিচ দেখেই বুঝে গিয়েছিলাম এই পিচে দিনের বেলা খেলতে খুব সমস্যা হবে। রোদের মধ্যে পিচ ক্রমশ ভাঙবে। মন্থর হবে। কিন্তু সন্ধ্যার পরে হয়তো খেলা সহজ হবে। সেই কারণেই বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

অর্থাৎ, খেলার আগের দিনই পিচ পড়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখানেই ভারতকে টেক্কা দিয়ে যায় তারা। টস হেরে রোহিত জানিয়েছিলেন, জিতলে তিনি ব্যাটই নিতেন। অর্থাৎ, ভারতের পরিকল্পনা ছিল প্রথমে ব্যাটিংয়ের। তা হলে কি দেশের মাঠের পিচই বুঝতে পারেননি রোহিতেরা। না কি নিজেদের শক্তির উপরেই ভরসা রেখেছিলেন তাঁরা। পরিস্থিতি দেখেননি।

মন্থর পিচ হলেও ভারতের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম বল করার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ছিল। সেই সিদ্ধান্ত নিতে সাহসের প্রয়োজন ছিল। সেই সাহস দেখান কামিন্স। তার নেপথ্যেও একটি কারণ ছিল। কামিন্স বলেন, ‘‘বল করার সময় কোনও ভুল করলে তা শুধরে নেওয়ার অনেক সময় ছিল। কিন্তু বিশ্বকাপ ফাইনালে ব্যাট করতে গিয়ে কোনও ভুল করলে চাপ হয়ে যেত। সেখান থেকে ফেরা সহজ ছিল না। তাই প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা কাজে লেগেছে।’’

আরও পড়ুন
Advertisement