BGT 2024-25

হেডের কুঁচকিতে চোট! চতুর্থ টেস্টে খেলতে পারবেন? কমবে রোহিতদের মাথাব্যথা?

হেডের কুঁচকিতে চোট লেগেছে বলে শোনা গিয়েছিল। কিন্তু পরে তিনি নিজেই চিন্তা দূর করে দিলেন। জানালেন চতুর্থ টেস্টে খেলবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩
Travis Head

ট্রেভিস হেড। —ফাইল চিত্র।

ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরেই অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার কারণ হয়ে উঠেছিল ট্রেভিস হেডের চোট। তাঁর কুঁচকিতে চোট লেগেছে বলে শোনা গিয়েছিল। কিন্তু পরে তিনি নিজেই চিন্তা দূর করে দিলেন। জানালেন চতুর্থ টেস্টে খেলবেন।

Advertisement

হেড বরাবর রোহিত শর্মাদের মাথাব্যথার কারণ। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা এক দিনের বিশ্বকাপের ফাইনাল ভারতকে হারতে হয়েছে হেডের কাছেই। চলতি সিরিজ়েও ফর্মে রয়েছেন তিনি। গোলাপি বলের টেস্টে শতরান করেছেন। ব্রিসবেনেও শতরান করেছেন। তাঁর মতো এক জন ক্রিকেটার চতুর্থ টেস্টে না খেললে রোহিতদের চিন্তা একটু কমত। কিন্তু তা হচ্ছে না। ম্যাচের সেরা হয়ে চোট সম্পর্কে হেড বলেন, “এই মুহূর্তে যে ভাবে ব্যাট করছি, তাতে আমি সন্তুষ্ট। একটু ব্যথা আছে, তবে আমি ঠিক আছি।”

কয়েক দিন ধরেই কুঁচকির চোট নিয়ে ভুগছেন হেড। প্রথম ইনিংসে ১৫২ রান করা ব্যাটার দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ১৭ রান করেন। মহম্মদ সিরাজের বাউন্সারে আউট হন তিনি। তবে ইতিমধ্যেই চলতি সিরিজ়ে ৪০৯ রান করা হেড ফর্মে রয়েছেন তা স্পষ্ট। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি ফিল্ডিং করতে না নামায় চোট নিয়ে আশঙ্কা তৈরি হয়। যা উড়িয়ে দিয়েছেন হেড।

তিন ম্যাচ শেষে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় এখন ১-১। চতুর্থ টেস্ট মেলবোর্নে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট। যা বক্সিং ডে টেস্ট নামে পরিচিত। শেষ টেস্ট সিডনিতে। সেটা শুরু হবে ৩ জানুয়ারি থেকে। নিউ ইয়ার টেস্ট বলা হয় সেটাকে।

Advertisement
আরও পড়ুন