BGT 2024-25

ব্রিসবেনে বুমরার আক্রমণ সামলালেন কী করে? ফাঁস ১৫২ রান করা হেডের

বুমরার আক্রমণ সামলে দেন হেড এবং স্মিথ। ভারতের বিরুদ্ধে হেড বরাবর ভাল খেলেন। তিনি ১৫২ রান করেন ব্রিসবেনে। হেড জানালেন, কী ভাবে তিনি সামলালেন বুমরাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৯
Travis Head

ট্রেভিস হেড। —ফাইল চিত্র।

ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র যশপ্রীত বুমরাই সমস্যা তৈরি করছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য। তবে সেই আক্রমণ সামলে দেন ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে হেড বরাবর ভাল খেলেন। তিনি ১৫২ রান করেন ব্রিসবেনে। হেড জানালেন, কী ভাবে তিনি সামলালেন বুমরাকে।

Advertisement

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান করে। তাদের ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বুমরা। হেড এবং স্মিথ মিলে ২৪১ রানের জুটি গড়েন। বুমরাকে সামলে বড় রান করা হেড বলেন, “বুমরার কয়েকটা স্পেলে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে। শুরুর দিকে বুমরা স্টাম্পের নীচের দিকে লক্ষ্য করে বল করে। সেটা সামলেছি অভ্যেসে। আমার ব্যাট নিজের স্বভাবে ঠিক সময় ঠিক জায়গায় নেমেছে। বুমরা বাউন্সারও ভাল করে। উইকেট নেওয়ার জন্য অনেক অস্ত্র আছে ওর হাতে। আমি ইতিবাচক ব্যাটিং করছিলাম বুমরার বিরুদ্ধে। সব সময় ওর বিরুদ্ধে রান করার চেষ্টা করিনি। নিজের রক্ষণও সামলেছি।”

শেষ কয়েক বছরে ভারতের ত্রাস হয়ে উঠেছেন হেড। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং এক দিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। গত ম্যাচে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টেও শতরান করেন। এ বার ব্রিসবেনে ১৫২ রানের ইনিংস খেললেন। হেড বলেন, “আমরা ভারতের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলি। রান করতে পেরে ভাল লাগে। অ্যাডিলেড এবং পার্‌থে ভাল ব্যাট করেছিলাম। সেটা ব্রিসবেনেও করতে পেরে ভাল লাগছে।”

Advertisement
আরও পড়ুন