BGT 2024-25

আউট না হয়েও কেন অ্যাডিলেডে মাঠ ছেড়েছিলেন? চার দিন পর জানালেন মার্শ

বল তাঁর ব্যাটে লাগেনি, আম্পায়ার আঙুলও তোলেননি প্রথমে, অথচ মার্শ বার হয়ে যাওয়ার জন্য এগিয়ে যান। তা দেখে আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু কেন এমন করেছিলেন মার্শ? নিজেই জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫১
Mitchell Marsh

মিচেল মার্শ। —ফাইল চিত্র।

অ্যাডিলেডে আউট না হয়েও মাঠ ছেড়েছিলেন মিচেল মার্শ। তাঁর এমন কাণ্ড অবাক করেছিল অনেককে। বল তাঁর ব্যাটে লাগেনি, আম্পায়ার আঙুলও তোলেননি প্রথমে, অথচ মার্শ বার হয়ে যাওয়ার জন্য এগিয়ে যান। তা দেখে আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু কেন এমন করেছিলেন মার্শ? নিজেই জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

Advertisement

রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়েছিলেন মার্শ। ২৬ বলে ৯ রান করেছিলেন তিনি। তাতে যদিও অস্ট্রেলিয়ার জিততে কোনও অসুবিধা হয়নি। রবিবার সহজেই ম্যাচ জিতে নিয়েছিল তারা। চার দিন পর মার্শ জানালেন কেন তিনি মাঠ ছেড়েছিলেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বলেন, “আমার মনে হয়েছিল বল আমার ব্যাটে লেগেছে। আমার মনে কোনও সংশয় ছিল না। সাজঘরে ফেরার পর বাকি জিজ্ঞেস করে বল লেগেছে কি না। আমি বলি যে লেগেছে। তার পর রিপ্লে দেখি। আমি স্তম্ভিত হয়ে যাই। প্রায় এক মিনিট পর সবাই হাসতে শুরু করে।”

ম্যাচে যদিও মার্শ তেমন প্রভাব ফেলতে পারেননি। গোলাপি বলের টেস্টে ট্রেভিস হেড এবং মিচেল স্টার্ক মিলে ভারতকে হারিয়ে দেন। সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্সও। তাঁদের দাপটেই অস্ট্রেলিয়া আবার সিরিজ়ে ফিরে আসে। শনিবার ব্রিসবেনে দুই দল যখন তৃতীয় টেস্ট খেলতে নামবে, তখন জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে। ভারতকে যদিও গোলাপি বলের হার ভুলে লাল বলের খেলায় নামতে হবে। পার্‌থে লাল বলেই জিতেছিলেন যশপ্রীত বুমরারা। ব্রিসবেনেও জিতে সিরিজ়ে আবার এগিয়ে যেতে চাইবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন