ICC Ranking

বিশ্বকাপের আগে শীর্ষচ্যুত বাবরেরা, এক দিনের ক্রিকেটে এক নম্বরে অস্ট্রেলিয়া, ভারত কোথায়?

এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। এশিয়া কাপে অপরাজিত থেকেও দ্বিতীয় স্থানে নেমে গেলেন বাবরেরা। জায়গা ধরে রেখেছে ভারত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৯
picture of Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

বিশ্বকাপের আগে এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বরে চলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারিয়ে আইসিসির ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন প্যাট কামিন্সেরা।

Advertisement

এশিয়া কাপে এখনও অপরাজিত পাকিস্তান। তবু আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় বাবর আজ়মদের নেমে যেতে হল দ্বিতীয় স্থানে। শনিবার আইসিসি নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে কামিন্সেরা। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবরেরা। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মারা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ় খেলছে অস্ট্রেলিয়া। সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচেই জয় পেয়েছেন কামিন্সেরা। সেই সুবাদে আইসিসির ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের পর ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে মুখোমুখি হবেন রোহিত এবং কামিন্সেরা। বিশ্বের এক নম্বর দল হিসাবে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলেও ভারতের বিরুদ্ধে সিরিজ়ও জিততে হবে অস্ট্রেলিয়াকে।

শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ৩৯২ রান করে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ১২৪ এবং ডেভিড ওয়ার্নার ১০৬ রানের ইনিংস খেলেন। জবাবে টেম্বা বাভুমার দলের ইনিংস শেষ হয় ২৬৯ রানে।

Advertisement
আরও পড়ুন