India vs Australia

প্রথম সারির চার ক্রিকেটার নেই, সিরিজ শুরুর আগে রোহিতদের দেখে কি ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া?

প্রথম দলের চার ক্রিকেটার ছাড়াই ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। তার পরেও তাদের হাল্কা ভাবে নিলে ভুগতে হবে বলে রোহিত শর্মাদের হুঁশিয়ারি দিয়েছেন প্যাট কামিন্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৮
মঙ্গলবার থেকে রোহিতদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার থেকে রোহিতদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। জানালেন, তাঁরা ভারতে সিরিজ জিততে এসেছেন। তাঁদের হাল্কা ভাবে নিলে রোহিত শর্মারা ভুল করবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার থেকে মোহালিতে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। প্রথম দলের চার ক্রিকেটারকে পাবে না তারা। ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের কারণে নেই অলরাউন্ডার মিচেল মার্শ, মার্কাস স্টোইনিস ও পেসার মিচেল স্টার্ক। তার পরেও অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল বলে মনে করেন কামিন্স। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমাদের হাল্কা ভাবে নিলে ভুল করবে। আমরা এখানে জিততে এসেছি। জানি, প্রথম দলের কয়েক জন ক্রিকেটার নেই। কিন্তু তার পরেও আমরা যথেষ্ট শক্তিশালী।’’

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বার খেলেছিলেন কামিন্স। দীর্ঘ দিন বিরতির পরে তিনি আবার জাতীয় দলের হয়ে আগুন ঝরাতে চান। কামিন্স বলেছেন, ‘‘আমি এখন পুরো দমে খেলতে চাই। যাতে বিশ্বকাপের আগে ছন্দে আসতে পারি। আমরা চাই বিশ্বকাপের সময় আমাদের দল সব থেকে ভাল জায়গায় থাকুক। আমরা তৈরি থাকতে চাই। তবে বেশি পরিশ্রম করে ক্লান্ত হতে চাই না। তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে চাই।’’

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি ভাল শারীরিক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন কামিন্স। দলের হয়ে ভাল খেলতে চান তিনি। কামিন্স বলেছেন, ‘‘গত এক-দু’বছরে আমি খুব ভাল জায়গায় আছি। এ বার ভাল করে প্রস্তুতি শুরু করতে চাই। বিশ্বকাপের আগে পুরো ছন্দে থাকতে চাই।’’

ভারতের বিরুদ্ধে মঙ্গলবার মোহালিতে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় ম্যাচ নাগপুরে। রবিবার হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলবেন কামিন্সরা। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ী দল।

আরও পড়ুন
Advertisement