Asia Cup 2022

আমি সাপোর্ট স্টাফ, মাঠে খেলার দায়িত্ব তো ওদের! এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে বললেন দ্রাবিড়

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পরে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, তাঁদের কাজ শুধু ক্রিকেটারদের সাহায্য করা। মাঠে নেমে খেলার দায়িত্ব ক্রিকেটারদের। তাঁরা যতটা পারেন রোহিতদের সাহায্য করেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৮
এশিয়া কাপে ভারতের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

এশিয়া কাপে ভারতের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। ব্যর্থতার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলীদের সমালোচনার পাশাপাশি আঙুল উঠছে দলের কোচ রাহুল দ্রাবিড়ের দিকেও। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামার আগে দ্রাবিড় জানালেন, তিনি শুধুই সাপোর্ট স্টাফ। মাঠে নেমে খেলার দায়িত্ব তো দলের ক্রিকেটারদের। এ কথা বলে কি এশিয়া কাপে ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে চাইলেন ভারতীয় কোচ!

আফগানিস্তান ম্যাচের আগে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর প্রশ্ন করেন, দলের কোচ হিসাবে দ্রাবিড়ের ঠিক কী ভূমিকা? জবাবে রোহিতদের কোচ বলেন, ‘‘আমি নিজেকে সাপোর্ট স্টাফ হিসাবে মনে করি। আমাদের কাজ ক্রিকেটারদের সাহায্য করা। এক বার বাউন্ডারি পেরিয়ে মাঠে ঢোকার পরে সব দায়িত্ব তো অধিনায়ক ও ক্রিকেটারদের। আমরা ওদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করি।’’ এ কথা বলার পরেই অবশ্য রোহিতের প্রশংসা করেন দ্রাবিড়। বলেন, ‘‘রোহিত খুব ঠান্ডা মাথার অধিনায়ক। ও বড় ক্রিকেটার। ওর সঙ্গে কাজ করে খুব ভাল লাগছে।’’

Advertisement

এশিয়া কাপের সুপার ফোর-এ পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে ভারত। কেন ব্যর্থ হল দল? এত বড় বড় নাম থাকা সত্ত্বেও কেন ফাইনালে উঠতে পারলেন না তাঁরা? এই প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘‘দু’টো ম্যাচই আমরা শেষ মুহূর্তে হেরেছি। আমরা জিততেও পারতাম। তবে কোনও অজুহাত দেওয়া উচিত নয়। আমাদের জেতা উচিত ছিল। আমি বলব, দলের ছেলেরা নিজের সেরাটা দিয়েছে। জিততে পারিনি। তবে এশিয়া কাপ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেগুলো পরের প্রতিযোগিতায় কাজে লাগবে।’’

এ বারের প্রতিযোগিতা চলাকালীন চোটের কারণে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। জ্বর হওয়ায় ছিটকে গিয়েছেন আবেশ খান। ফলে দলে বার বার বদল করতে হয়েছে। তাতে দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কোচ। দ্রাবিড় বলেন, ‘‘কয়েক জন ক্রিকেটার ছিটকে গিয়েছে। তাই আমাদের প্রায় প্রতি ম্যাচেই দল বদলাতে হয়েছে। দলের ভারসাম্য নষ্ট হয়েছে। তার প্রভাব খেলার ফলে পড়েছে।’’

Advertisement
আরও পড়ুন