জিতল ভারত। ফাইল চিত্র
শেষ ওভারে ভারতের জেতার জন্য দরকার ছিল ৭ রান। প্রথম বলে জাডেজা আউট হলেও হার্দিক ছক্কা মেরে জিতিয়ে দিলেন।
পায়ে চোট। হাঁটতে গিয়ে খোঁড়াচ্ছেন। কিন্তু সেই নিয়েও বল করছেন নাসিম।
বাকি আর ৪১ রান। ১৬ ওভারে ভারত তুলেছে ১০৭ রান। ক্রিজে জাডেজা এবং হার্দিক।
ধীরে রান তোলার নীতি নিয়ে খেলছে ভারত। এখনও প্রায় ১০ রান প্রতি ওভার প্রয়োজন জেতার জন্য। ক্রিজে রয়েছেন জাডেজা এবং সূর্য।
ক্রিজে সূর্যকুমার এবং জাডেজা। রোহিত-বিরাটকে হারিয়েও লড়াই করছেন তাঁরা। জয়ের জন্য ভারতের এখনও ৭১ রান প্রয়োজন।
১০ ওভার শেষে ভারতের স্কোর ৬২/৩। জয়ের জন্য এখনও প্রয়োজন ৮৬ রান।
মহম্মদ নওয়াজ তুলে নিলেন বিরাটকে। ৩৪ বলে ৩৫ রান করে আউট কোহলী।
ছয় মারতে গিয়ে ফিরলেন রোহিত।
২১ বলে ২৪ রানে ক্রিজে কোহলী। সঙ্গে রোহিত (৪)।
চার ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ২৩। রোহিত তিন ও কোহলী ১৯ রান করে ব্যাট করছেন।
আউট লোকেশ রাহুল। প্রথম ওভারেই ফিরলেন তিনি। নাসিম শাহের বলে আউট রাহুল।
১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান।
একই ওভারে শাদাব খান ও নাসিম শাহকে আউট করলেন ভুবনেশ্বর কুমার।
মহম্মদ নওয়াজকে আউট করলেন অর্শদীপ সিংহ। পাকিস্তানের সপ্তম উইকেট পড়ল।
ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে গেলেন আসিফ আলি।
শাদাব খান চার ও আসিফ আলি ন’রান করে ব্যাট করছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রিজওয়ানের পরে খুশদিলকে আউট করলেন হার্দিক।
৪৩ রান করে হার্দিকের বলে আউট রিজওয়ান। পাকিস্তানের চতুর্থ উইকেট পড়ল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
২৮ রানের মাথায় ইফতিকার আহমেদকে আউট করলেন হার্দিক। পাকিস্তানের তৃতীয় উইকেট পড়ল।
২৭ রানের মাথায় ইফতিকারের ক্যাচ ছাড়লেন যুজবেন্দ্র চহাল।