কার্তিকের পাশে তৃপ্তিকে সরিয়ে জায়গা করে নিলেন কে? ছবি: সংগৃহীত।
‘আশিকি ২’ ছবিতে শ্রদ্ধা কপূর ও আদিত্য রয় কপূরের রসায়ন এখনও তাজা দর্শকের মনে। সেই ছবির সিক্যুয়েল‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে। জানা গিয়েছিল, পরের ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি ডিমরি। কথাবার্তাও সেই মতো এগিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি। এই ছবির জন্য নায়িকার মধ্যে যে স্নিগ্ধতার প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই। তিনি নাকি বড্ড সাহসী। তার পর থেকেই জল্পনা তবে কে হতে চলেছে অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি ৩’ ছবির নায়িকা! এ বার কার্তিকের প্রাক্তন প্রেমিকার উপর আস্থা রাখলেন অনুরাগ!
সদ্য ‘ইন দিনো মেট্রো’ ছবিতে এই নায়িকার সঙ্গে কাজ করেছেন পরিচালক। শ্রদ্ধার মতো স্নিগ্ধতা রয়েছে নবাব-কন্যা সারা আলি খানের মধ্যে। রসায়নের দিকে থেকে দেখলে সারা ও কার্তিকের একটা অতীত রয়েছে। একটা সময় বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ‘লভ আজ কাল’ ছবিতে জুটিও বাঁধেন তাঁরা। যদিও সেই ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তবে এ বার ফের দুই প্রাক্তন এক ছবিতে। জানা গিয়েছে, অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা এগিয়েছে। যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।