Fakhar Zaman

Asia Cup 2022: আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা নয়, নিজে বেরিয়ে গিলক্রিস্ট, সচিনের পাশে পাক ব্যাটার

সচিন, গিলক্রিস্টের পাশে জায়গা করে নিলেন ফখর। আম্পায়ারের জন্য অপেক্ষা না করে নিজেই বেরিয়ে গেলেন ক্রিজ ছেড়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২২:০০
আউট হয়ে ফিরছেন ফখর।

আউট হয়ে ফিরছেন ফখর। —ফাইল চিত্র

আবেশ খানের বল হঠাৎ বাড়তি বাউন্স পেল। ফখর জামানের ব্যাটে সেই বল আদৌ লেগেছে কি না তা নিয়ে সংশয় দেখা গেল ভারতের ক্রিকেটারদের মধ্যেই। কেউ সে ভাবে আবেদনও করেননি। কিন্তু ফখর নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন। হাঁটতে শুরু করলেন সাজঘরের দিকে। আম্পায়ার আঙুল তুললেন।

ভারত বনাম পাকিস্তানের মতো ম্যাচে যে কোনও দলই চাইবে বাড়তি সুবিধা। সেখানে বিপক্ষ আবেদন না করলেও বেরিয়ে যাওয়ার মতো সততা দেখালেন ফখর। অনেক ব্যাটারই হয়তো এমন অবস্থায় মুখ ঘুরিয়ে পিচে এমন ভাবে হাঁটতেন, যে কিছুই হয়নি। ফখর মনে করিয়ে দিলেন অ্যাডাম গিলক্রিস্টকে। ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে যিনি এ ভাবেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগেই। সচিন তেন্ডুলকরকে দেখা গিয়েছিল ২০০৭ সালে জেমস অ্যান্ডারসনের বলে একটি টেস্ট ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত ছাড়াই ক্রিজ ছেড়ে দিতে।

Advertisement

ফখর যখন আউট হন, তখন পাওয়ার প্লে-তে দু’উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক বাবর আজম। সেখানে ফখর থাকলে অবশ্যই সুবিধা পেতে পারত পাকিস্তান। শেষ পর্যন্ত বাবরের দল শেষ হয়ে যায় ১৪০ রানে। ভারতের সামনে ১৪১ রানের লক্ষ্য রাখে তারা।

Advertisement
আরও পড়ুন