Virat Kohli

Asia Cup 2022: শততম টি-টোয়েন্টি ম্যাচ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই বিরাটের জন্য শুভেচ্ছাবার্তা

শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলী। সেই ম্যাচের আগে তাঁকে শুভেচ্ছা জানালেন ডিভিলিয়ার্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১৬:৫১
অনুশীলনে বিরাট।

অনুশীলনে বিরাট। —ফাইল চিত্র

পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় বন্ধুত্ব গড়ে ওঠে বিরাট এবং ডিভিলিয়ার্সের। শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন বিরাট। তার আগে বন্ধুর তরফে শুভেচ্ছা বার্তা পেলেন তিনি।

তিন ধরনের ক্রিকেটেই আন্তর্জাতিক মঞ্চে ১০০টি বা তার বেশি ম্যাচ খেলার তালিকায় বিরাটই প্রথম ভারতীয় হতে চলেছেন। ভারতের হয়ে ১০২টি টেস্ট এবং ২৬২টি এক দিনের ম্যাচ খেলেছেন বিরাট। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলবেন তিনি। সেই মুহূর্তের আগে ডিভিলিয়ার্স টুইট বার্তায় বলেন, ‘‘প্রথম ভারতীয় হিসাবে তিন ধরনের ক্রিকেটে ১০০ ম্যাচ খেলতে চলেছে আমার বন্ধু বিরাট কোহলী। ওকে শুভেচ্ছা জানাতে চাই। দুর্দান্ত কীর্তি। বিরাটকে নিয়ে আমরা সকলে গর্বিত। তোমার খেলা দেখব আমরা সকলে।’’

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:
রবিবার খেলতে নামছে ভারত এবং পাকিস্তান।

রবিবার খেলতে নামছে ভারত এবং পাকিস্তান।

বেশ কিছু মাস হয়ে গেল রান পাচ্ছেন না বিরাট। সেই নিয়ে তাঁর মধ্যেও মানসিক চাপ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এক মাসের বিরতির পর মাঠে ফিরছেন বিরাট।

Advertisement
আরও পড়ুন