বিরাট কোহলী। ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে স্টাম্প মাইকের সামনে ক্ষোভপ্রকাশ করে সমালোচিত হয়েছেন বিরাট কোহলী। এ বার সেই ঘটনার ছায়া অ্যাশেজের পঞ্চম টেস্টে। মাঠের ঘূর্ণায়মান ক্যামেরার প্রতি ক্ষোভ উগরে দিলেন ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড। এরপরেই সমর্থকরা কোহলীর ঘটনা টেনে এনেছেন।
মজার এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৬৩তম ওভার চলাকালীন। ব্যাট করছিলেন মিচেল স্টার্ক। বল করতে দৌড়াচ্ছিলেন ব্রড। এমন সময় উইকেটরক্ষকের মাথার কিছুটা উপরে ঘূর্ণায়মান ক্যামেরাকে দেখে বেজায় বিরক্তি প্রকাশ করেন ব্রড। দৌড় থামিয়ে চেঁচিয়ে উঠে বলেন, “ওই রোবটটার নড়াচড়া এ বার বন্ধ করো।” ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ঘটনা টুইটারে পোস্ট করে লিখেছে, ‘ব্রড মনে হয় ক্যামেরার ভক্ত নয়, তাই না?’
Not a fan of the @FoxCricket rover, then? 🤖#Ashes pic.twitter.com/1ctxyHdVC7
— cricket.com.au (@cricketcomau) January 15, 2022
তবে এই ঘটনা মজা দিয়েছে ক্রিকেটভক্তদের। তাঁরা সঙ্গে সঙ্গে কোহলীর ঘটনা টেনে এনেছেন। কেউ লিখেছেন, ‘ব্রডের উচিত ছিল স্টাম্প মাইকের সামনে গিয়ে অভিযোগ করা। তা হলে সবাই বুঝতে পারত।’ অনেকে আবার কোহলীর নিন্দা করে লিখেছেন, ‘এই ঘটনায় ব্রডের অভিযোগ জানানোর জায়গা ছিল। কিন্তু কোহলী সুপারস্পোর্টের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় যা করেছে তা লজ্জাজনক।’ কেউ মজা করে লিখেছেন, ‘এই প্রথম বার দেখলাম ব্যাটসম্যানের পিছনে কিছু নড়াচড়া করার জন্য বোলারের দৌড় থেমে গেল।’