ওয়াশিংটন সুন্দর। —ফাইল চিত্র।
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিক পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। ভুল বোঝাবুঝিতে যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর পরই ফিরে গিয়েছেন বিরাট কোহলি এবং আকাশ দীপ। দল যে চাপে রয়েছে, তা দিনের খেলার শেষে মেনে নিলেন ওয়াশিংটন সুন্দর। তরুণ অলরাউন্ডারের দাবি, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবেন তাঁরা।
২ উইকেটে ১৫৩ রান থেকে ৫ উইকেটে ১৫৯ রান। ২২ বলের ব্যবধানে ভাল জায়গা থেকে চাপের মুখে রোহিত শর্মারা। ভারতীয় দলের ক্রিকেটারেরা অবশ্য ইতিবাচক থাকতে চাইছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হন এখনও ব্যাট করতে না নামা একমাত্র স্বীকৃত ব্যাটার ওয়াশিংটন। তিনি বলেছেন, ‘‘আমরা ভাল জায়গায় নেই। বড় রান তুলতে পারব কিনা, নিশ্চিত নয়। তবে আমরা ভয় পাচ্ছি না। শনিবার সকালে আমরা মাঠে নামব লড়াই করার জন্যই। আমাদের সাজঘরের পরিবেশ খুব ভাল। সবাই ইতিবাচক রয়েছি। ম্যাচের এখনও অনেক বাকি। পুরো তিন দিন রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে লড়াইয়ে ফিরে আসার। দল হিসাবে লড়াই করার চেষ্টা করব।’’
দ্বিতীয় দিনের শেষে মেলবোর্নের ২২ গজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা (৪) এবং ঋষভ পন্থ (৬)। আর এক উইকেট পড়লে নামতে হবে ওয়াশিংটনকে। শনিবার সকালেই হয়তো ব্যাট করতে হবে তাঁকে। এই পরিস্থিতিতে ব্যাটার ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবেন রোহিতেরা। তা অজানা নয় তরুণ অলরাউন্ডারের। তিনি বলেছেন, ‘‘ক্রিকেটের তিনটি বিভাগেই আমার কাছে ভাল পারফরম্যান্স আশা করছে দল। এটা আমার জন্য দুর্দান্ত সুযোগ।’’ পিচ নিয়েও বিশেষ চিন্তিত নন। তিনি বলেছেন, ‘‘প্রথম দিন পিচে একটু নরম ভাব ছিল। সারা দিন ভাল রোদ ওঠেনি। দ্বিতীয় দিন অনেকটাই শুকিয়ে গিয়েছে। পিচ অনেকটাই ভাল হয়েছে। আমরা কিন্তু খারাপ ব্যাট করিনি। মনে হচ্ছে, চতুর্থ দিন পর্যন্ত পিচ ব্যাট করার জন্য ভালই থাকবে। খুব একটা পরিবর্তন হবে না। টেস্টের আগামী দু’দিন খুব উত্তেজক হতে পারে।’’
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৩১৭ রানে পিছিয়ে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৭৪ রান। ভারতের রান দিনের শেষে ৫ উইকেটে ১৫৭। ফলো-অনের আশঙ্কা রয়েছেই। তবু মরিয়া চেষ্টা করতে প্রস্তুত ভারতীয় দল।