কিয়ারা আডবাণী-সিদ্ধার্থ মলহোত্র কি অনুষ্কা শর্মা-বিরাট কোহলির মতোই মা-বাবা হচ্ছেন? ছবি: সংগৃহীত।
পর্দায় কিয়ারা আডবাণী-রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ মুক্তি পাবে ২০২৫-এর ১০ জানুয়ারি। তার আগেই নাকি বাস্তবে নায়িকার ‘গেম চেঞ্জ’ হয়ে গিয়েছে? সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে বড়দিনে তোলা একটি ইঙ্গিতবাহী ছবি ঘিরেই শুরু হয়েছে চর্চা। সেই ছবি নাকি গুঞ্জন ছড়িয়েছে, মা হচ্ছেন তিনি! কী ভাবে?
২৫ ডিসেম্বর কিয়ারা একটি পোলকা ডটের পোশাক পরেছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল। কারণ, পর্দা হোক বা বাস্তব, সিদ্ধার্থ-কিয়ারার রসায়ন সব সময় পছন্দ অনুরাগীদের। রসায়নের প্রাথমিক ঘোর কাটতেই নেটাগরিকদের মাথায় খেলে গিয়েছে অন্য সমীকরণ। প্রথম বার মা হওয়ার সময় এ রকমই নকশাদার লম্বা ঝুলের পোশাক পরেছিলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলির সঙ্গে এই ধরনের পোশাক পরে মাতৃত্বের ঘোষণা করেছিলেন তিনি। একই ভাবে ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের ‘প্রাক্তন’ স্ত্রী নাতাশা স্টানকোভিচও যখন তাঁর গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে এনেছিলেন তখন তাঁর পরনে ছিল পোলকা ডট পোশাক! এই দুই উদাহরণ বিদ্যুতের মতোই খেলে গিয়েছে নায়িকার অনুরাগীদের মাথায়। ব্যস, দুইয়ে দুইয়ে চার করার আপ্রাণ চেষ্টা চলছে।
যাঁরা সুরসিক, তাঁরা কিন্তু এর মধ্যেও রসের খোঁজ পেয়েছেন। রসিকতা করে নায়িকার সমাজমাধ্যমের মন্তব্য বিভাগে লিখেছেন, “এর আগে কোনও নায়িকা পোশাক নিয়ে এত ধোঁয়াশা তৈরি করেননি!” কিয়ারা বা সিদ্ধার্থ যদিও এই জল্পনায় সিলমোহর দেননি। তবে ছবি অনুযায়ী, নায়িকার ঈষৎ স্ফীতোদর নাকি অনেকেই খুঁজে পেয়েছেন! নতুন বছরে তারকা দম্পতির তরফ থেকে যদি এ রকম কোনও খবর আসে সে দিন কিন্তু নেটাগরিকদের মগজাস্ত্রের সত্যিই তারিফ করতে হবে।