WTC 2025-27

২০২৫ সালে মাত্র চারটি টেস্ট, নতুন সূচি নিয়ে হতাশ শ্রীলঙ্কার ম্যাথুজ়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের কথা আগেই জানা ছিল। সেগুলি ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। নতুন সূচিতে ২০২৫ সালে শ্রীলঙ্কাকে দু’টি টেস্ট দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৬:২৬
picture of Angelo Mathews

অ্যাঞ্জেলো ম্যাথুজ়। —ফাইল চিত্র।

২০২৫ সালে শ্রীলঙ্কার সূচিতে রয়েছে চারটি টেস্ট ম্যাচ। জাতীয় দলের এমন সূচি দেখে হতাশ শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ়। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মাত্র দু’টি ম্যাচ থাকায় প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

২০২৫ সালে চারটি টেস্ট ছাড়া ১৩টি এক দিনের ম্যাচ এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। চারটির মধ্যে দু’টি টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারিতে। এই ম্যাচ দু’টি ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এ ছাড়া ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু’টি টেস্ট রয়েছে। আগামী জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে শ্রীলঙ্কা।

লাল বলের ক্রিকেট খেলার সীমিত সুযোগ নিয়ে সমাজমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ম্যাথুজ়। তিনি বলেছেন, ‘‘গোটা বছরের শ্রীলঙ্কা মাত্র চারটি টেস্ট খেলবে, এটা জেনে ভীষণ হতাশ লাগছে। তার মধ্যে দু’টি টেস্ট আবার আগামী মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে। যে ম্যাচগুলির সঙ্গে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্পর্ক নেই।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের কথা আগেই জানা ছিল। সেই অর্থে নতুন সূচিতে ২০২৫ সালে শ্রীলঙ্কাকে দু’টি টেস্ট দেওয়া হয়েছে। তা নিয়েই হতাশা প্রকাশ করেছেন ম্যাথুজ়।

Advertisement
আরও পড়ুন