Shreyas Iyer

বুমরার পর পিঠের ব্যথায় কাবু শ্রেয়স, চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার

শ্রেয়সের পিঠের চোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অজয় জাডেজা। প্রাক্তন অলরাউন্ডার নাকি কখনও এমন চোটের কথা শোনেননি। কী ভাবে চোট লাগল শ্রেয়সের? সম্ভাব্য কারণ জানিয়েছেন জাডেজা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৯:৫৯
Picture of Shreyas Iyer

শ্রেয়সের পিঠের চোটের কথা জেনে বিস্মিত অজয় জাডেজা। ছবি: টুইটার।

পিঠের চোটে কাবু শ্রেয়স আয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট করতে পারেননি তিনি। খেলতে পারেননি এক দিনের সিরিজ়েও। যশপ্রীত বুমরার পর শ্রেয়স। ভারতীয় দলের ক্রিকেটারদের কেন এমন গুরুতর চোট লাগছে? সম্ভাব্য কারণ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা।

ব্যাটারের পিঠের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে! এমন ঘটনা নাকি জীবনে শোনেননি জাডেজা। শ্রেয়সের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে শুনে এটাই ছিল প্রাক্তন ক্রিকেটারের প্রথম প্রতিক্রিয়া। কেন এমন ঘটছে? ভারতীয় ক্রিকেটারদের চোটের সম্ভাব্য কারণ জানিয়েছেন জাডেজা। দায়ী করেছেন, শক্তিবৃদ্ধির অনুশীলনকে।

Advertisement

শ্রেয়সের চোট নিয়ে জাডেজা বলেছেন, ‘‘তিন মাস মাঠের বাইরে থাকতে হবে! ক্রিকেটজীবনে এমন জিনিস কখনও শুনিনি। এটা আমার কাছে এক দম নতুন। খেললে চোট আঘাত লাগেই। কিন্তু এক জন ব্যাটারের পিঠে চোট অস্ত্রোপচার করে সারাতে হবে! এমন কখনও শুনিনি আমি।’’ কেন এমন গুরুতর চোট লাগছে ভারতীয় ক্রিকেটারদের? জাডেজা বলেছেন, ‘‘মাঠে বা বাইরে চোট লাগতে পারে। অনুশীলনে ক্রিকেটাররা যে ওজন তোলে, তার কিছু উপকার রয়েছে। আবার বিপরীত দিকও আছে। ওজন তোলার জন্য পিঠে এ ধরনের চোট লাগতে পারে। আশা করি, শ্রেয়স দ্রুত সুস্থ হয়ে উঠবে।’’

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের চোট পরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচার করালে শ্রেয়সকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। সে ক্ষেত্রে আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁর খেলার সম্ভাবনা কম।

আমদাবাদ টেস্টের দলে থাকলেও ব্যাট করতে পারেননি শ্রেয়স। সে সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম তাঁর পিঠের ব্যথার কথা জানিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন