Mohammad Nabi

আইপিএল নিলামের ঠিক আগে অবসরের সিদ্ধান্ত আফগান ক্রিকেটারের, নবি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত

কয়েক মাস আগেই এক দিনের আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন নবি। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে আরও কয়েক মাস খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৮:০৭
Picture of Mohammad Nabi

মহম্মদ নবি। ছবি: এক্স (টুইটার)।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন মহম্মদ নবি। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের মাঝেই আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তবে এখনই ব্যাট, বল তুলে রাখছেন না তিনি।

Advertisement

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন আফগান অলরাউন্ডার। তার পর বিদায় জানাবেন এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটকে। ২০০৯ সালে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল নবির। আফগানিস্তানের প্রথম টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলেরও অন্যতম সদস্য ছিলেন নবি। ৩৯ বছরের ক্রিকেটার ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ছিলেন জাতীয় দলের অধিনায়ক। শেষ তিনটি এক দিনের বিশ্বকাপ খেলেছেন।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় হবে আইপিএলের নিলাম। নিজের নাম নথিভুক্ত করিয়েছেন নবি। তাঁর সর্বনিম্ন মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। সেই নিলামের কয়েক দিন আগেই এক দিনের আন্তর্জাতিক থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন নবি। অর্থাৎ, আগামী আইপিএলের আগেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কমবে। ফলে আইপিএলের দলগুলি তাঁকে পেতে আগ্রহী হতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দিনের ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনার কথা জানিয়েছেন নবি। তিনি জানিয়েছেন, কয়েক মাস আগেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বিবেচনা করে আরও কয়েক মাস খেলতে চান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নবি অবশ্য পুরোপুরি সরে যাচ্ছেন না। আরও কিছু দিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান আফগান অলরাউন্ডার। এখনও পর্যন্ত ১৬৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নবি। করেছেন ৩৫৪৯ রান। দু’টি শতরান এবং ১৭টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ৫০ ওভারের ক্রিকেটে ১৭১টি উইকেট রয়েছে তাঁর।

আরও পড়ুন
Advertisement