শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
আইপিএল শুরুর বাকি আর ছ’দিন। অথচ এখনও পঞ্জাব কিংসের প্রস্তুতি শিবিরে যোগ দেননি আফগানিস্তানের অলরাউন্ডার আজ়মাতুল্লা ওমরজ়াই। ব্যক্তিগত কারণে পঞ্জাব কর্তৃপক্ষের কাছে কয়েক দিন সময় চেয়েছেন তিনি।
ধর্মশালায় আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন শ্রেয়স আয়ারেরা। দলের সব ক্রিকেটার যোগ দিয়েছেন শিবিরে। ব্যতিক্রম কেবল ওমরজ়াই। আফগান অলরাউন্ডার নিশ্চিত করে জানাননি, কবে তিনি যোগ দেবেন প্রস্তুতি শিবিরে। ব্যক্তিগত সমস্যার কারণে কয়েক দিন সময় চেয়ে নিয়েছেন তিনি। পঞ্জাব শিবির সূত্রে খবর, আইপিএল শুরুর আগের দিন আগামী ২১ মার্চ দলের সঙ্গে যোগ দিতে পারেন ২৪ বছরের ওমরজ়াই। আফগান অলরাউন্ডারের আর্জি অবশ্য মঞ্জুর করেছেন পঞ্জাব কর্তৃপক্ষ। তাঁর দেরির কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
গত সোমবার থেকে পঞ্জাবের বিদেশি ক্রিকেটারেরা একে একে শিবিরে যোগ দিয়েছেন। আরও আগে থেকেই ধর্মশালায় পৌঁছে গিয়েছেন পঞ্জাব কোচ রিকি পন্টিং। উল্লেখ্য, গত মরসুমে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন ওমরজ়াই। এ বারের আইপিএলে পঞ্জাবের প্রথম ম্যাচ ২৫ মার্চ। তারা গুজরাতের মুখোমুখি হবে অহমদাবাদের ২২ গজে।