ধ্বংসস্তূপের মধ্যেই রমজ়ান পালন করছিলেন গাজ়াবাসী। সেই রমজ়ানের মাসেই হঠাৎ ইজ়রায়েলি হানা গাজ়া ভূখণ্ড জুড়ে। এমন সময়, যখন আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হবে ফজ়রের নমাজ। কেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সময়ই হামলার নির্দেশ দিলেন? হামাস কী করবে? গাজ়া কি ফের যুদ্ধে ফিরতে চলেছে?