রোহিত শর্মা (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র
আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা বাড়ছে। বুধবার পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। বৃহস্পতিবার রোহিত শর্মারাও পৌঁছে যাবেন। শুক্রবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকেরা ভিড় করবেন আমদাবাদে। ম্যাচ উপলক্ষে সেখানে হোটেলের ঘর ভাড়া তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছে। এই অবস্থায় একটি উপায় অবশ্য রয়েছে। আমদাবাদে রাত না কাটিয়েও অনায়াসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে।
আমদাবাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সব হোটেলের ঘর ভাড়া বেড়েছে। বিলাসবহুল হোটেলের ঘরের ভাড়া এক লাফে ৩ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই সমস্যায় পড়েছেন। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটলেও খেলা দেখতে গিয়ে হোটেলে থাকার খরচ শুনে মাথায় হাত তাঁদের। এই পরিস্থিতিতে একটি সুরাহার কথা শুনিয়েছে রেল। ম্যাচের আগে মুম্বই ও আমদাবাদের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালাবে তারা। সেই ট্রেনে গেলে আমদাবাদে হোটেলে রাত না কাটিয়েও খেলা দেখা যাবে।
মুম্বই সেন্ট্রাল-আমদাবাদ সুপার ফাস্ট স্পেশ্যাল ট্রেন মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ১৩ অক্টোবর, শুক্রবার রাত সাড়ে ৯টায় ছাড়বে। সেটি আমদাবাদ পৌঁছবে ১৪ অক্টোবর, শনিবার ভোর সাড়ে ৫টায়। সে দিনই দুপুর ২টো থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান খেলা। ম্যাচ শেষ হলে আবার সেই ট্রেনেই ফিরতে পারবেন দর্শকেরা। আমদাবাদ থেকে ১৫ অক্টোবর, রবিবার ভোর ৪টেয় ফিরতি ট্রেন ছাড়বে। সেটি মুম্বই সেন্ট্রাল পৌঁছবে সে দিনই বেলা ১২টা ১০ মিনিটে। এই ট্রেনে যাতায়াত করলে আমদাবাদে হোটেলে থাকার প্রয়োজন পড়বে না দর্শকদের। বৃহস্পতিবার থেকে এই বিশেষ ট্রেনের টিকিট কাটা যাবে বলে জানিয়েছে রেল।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষ ৩২ হাজার দর্শক ধরে। ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে ধাপে ধাপে তিন বার টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে। ম্যাচের দিন মাঠ ভর্তি থাকবে বলেই আশা গুজরাত ক্রিকেট সংস্থার। এই পরিস্থিতিতে দর্শকদের জন্য খুশির খবর দিয়েছে রেল।