US Open 2023

ইউএস ওপেনের ফাইনালে গফ বনাম সাবালেঙ্কা, নতুন বিজয়ী পেতে চলেছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম

ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে কোকো গফ। দ্বিতীয় সেমিফাইনালে জিতে তাঁর মুখোমুখি হতে চলেছেন এরিনা সাবালেঙ্কা। এর আগে তাঁদের কেউই ইউএস ওপেন জেতেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪১
ইউএস ওপেনের ফাইনালে কোকো গফ এবং এরিনা সাবালেঙ্কা।

ইউএস ওপেনের ফাইনালে কোকো গফ এবং এরিনা সাবালেঙ্কা। —ফাইল চিত্র।

ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে কোকো গফ। দ্বিতীয় সেমিফাইনালে জিতে তাঁর মুখোমুখি হতে চলেছেন এরিনা সাবালেঙ্কা। এর আগে তাঁদের কেউই ইউএস ওপেন জেতেননি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম তাই নতুন বিজয়ী পেতে চলেছে শনিবার।

Advertisement

সাবালেঙ্কা এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। ফরাসি ওপেন এবং উইম্বলডনের সেমিফাইনাল খেলেছিলেন বেলারুসের টেনিস তারকা। এ বার সুযোগ ইউএস ওপেন জয়ের। সেমিফাইনালে যদিও আমেরিকার মেডিসন কিজ়কে হারাতে বেশ বেগ পেতে হল সাবালেঙ্কাকে। খেলা গড়াল তিন সেটে। প্রথম গেমটি ০-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন সাবালেঙ্কা। পরের দু’টি গেমে জিতলেন টাইব্রেকারে। সাবালেঙ্কা ০-৬, ৭-৬, ৭-৬ গেমে জিতে ফাইনালে উঠলেন।

প্রথম সেমিফাইনালে আমেরিকার গফ যদিও স্ট্রেট সেটে জিতেই ফাইনালে উঠলেন। বিশ্ব ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে থাকা তরুণ তারকা হারালেন ক্যারোলিনা মুকোভাকে। ফরাসি ওপেনের ফাইনালিস্টকে গফ হারালেন ৬-৪, ৭-৫ গেমে।

সাবালেঙ্কা এক বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেও গফ এখনও জেতেননি। গত বছর ফরাসি ওপেনের ফাইনাল খেলেছিলেন আমেরিকার টেনিস খেলোয়াড়। ২৫ বছরের সাবালেঙ্কা খেলবেন ১৯ বছরের গফের বিরুদ্ধে। হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা থাকা সাবালেঙ্কা এ বারও গফকে হারিয়ে দেবেন? গফ যদিও ছাড়বার পাত্রী নন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় টেনিস বিশ্ব।

Advertisement
আরও পড়ুন