বিয়ের মণ্ডপে সিন্ধু ও বেঙ্কট। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। ছবি: সমাজমাধ্যম।
নতুন ইনিংস শুরু করলেন পিভি সিন্ধু। বিয়ে করলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন তারকা। রবিবার রাজস্থানের উদয়পুরের প্রাসাদে হল বিয়ে। উপস্থিত ছিলেন ১৫০ জন অতিথি। রীতি মেনে চারহাত এক হল সিন্ধু ও দত্ত বেঙ্কট সাইয়ের।
গত ১৫ ডিসেম্বর বাগ্দান সেরেছিলেন সিন্ধু ও বেঙ্কট। তার ঠিক সাত দিন পর হল বিয়ে। উদয়পুরে ২১ একর জমির উপর অবস্থিত প্রাসাদে রবিবার রাত ঠিক ১১.২০ মিনিটে বিয়ে শেষ হয় সিন্ধুর। রাজস্থানের সংস্কৃতি মেনে সাজানো হয়েছিল বিবাহবাসর। সিন্ধু ও বেঙ্কটের পরনে ছিল ডিজাইনার পোশাক। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে হয় বিয়ে।
সিন্ধু ও বেঙ্কট নিজেদের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা নির্দিষ্ট রেখেছিলেন। পরিবার, পরিজন, বন্ধু মিলিয়ে মোট ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা নিজেরা গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সিন্ধু।
অতিথিদের জন্য ১০০টি রুম ভাড়া নেওয়া হয়েছিল। কারা এসেছিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট জানা না গেলেও সিন্ধু ও বেঙ্কটকে শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার হায়দরাবাদে হবে তাঁদের রিসেপশন। সেখানেও খেলা ও বিনোদন জগতের অনেক তারকার উপস্থিত থাকার কথা।
সিন্ধু যাঁকে বিয়ে করেছেন সেই বেঙ্কট অবশ্য খেলোয়াড় নন। একটি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা তিনি। ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে ডিপ্লোমা করেছেন বেঙ্কট। তার পরে ২০১৮ সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) করেছেন তিনি। বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) করেছেন বেঙ্কট। তার পরে কাজ শুরু করেছেন তথ্যপ্রযুক্তি সংস্থায়।
২০১৯ সাল থেকে সাওয়ার অ্যাপ্ল অ্যাসেট ম্যানেজমেন্ট নামের একটি সংস্থায় ম্যানেজিং ডিরেক্টরের কাজ শুরু করেন বেঙ্কট। এখন পসিডেক্স টেকনোলজিস নামের একটি সংস্থায় এগ্জ়িকিউটিভ ডিরেক্টর তিনি। খেলোয়াড় না হলেও খেলার দুনিয়ার সঙ্গে যোগ রয়েছে বেঙ্কটের। তিনি কয়েক বছর জেএসডব্লিউ সংস্থার সঙ্গে কাজ করেছেন। সেখানে পরামর্শদাতার ভূমিকায় ছিলেন তিনি। এই জেএসডব্লিউ গোষ্ঠী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক। বেঙ্কটের প্রোফাইলে লেখা রয়েছে, আইপিএলের দল পরিচালনার জন্য যে দক্ষতা লাগে তার সামনে তাঁর বিবিএ ডিগ্রি ফিকে পড়ে যায়। আইপিএলের দলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে জানিয়েছেন বেঙ্কট।