cooking tips

রান্নার আগে মুরগির মাংস কি সত্যিই ধুয়ে নেওয়া জরুরি? কোনও ভুল হচ্ছে না তো?

বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর, তা ভাল করে ধুয়ে তবেই কড়াইতে চাপানো হয়। কিন্তু এই নিয়ম কি আদৌ স্বাস্থ্যকর?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৮:৩৩
বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর, তা ভাল করে ধুয়ে তবেই কড়াইতে চাপানো হয়।

বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর, তা ভাল করে ধুয়ে তবেই কড়াইতে চাপানো হয়। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন দেশের খাদ্য সুরক্ষা দফতর কাঁচা মাংস ধোয়া নিয়ে একটি তথ্য প্রকাশ্যে এনেছে। তাদের মতে, কাঁচা মুরগির মাংস ধোয়ার সময়ে মাংসের গায়ে থাকা ক্ষতিকর ব্যাক্টেরিয়া রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে যিনি রান্না করছেন, তাঁর নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই মাংস না ধোয়াই ভাল। তার চেয়ে বরং কড়া আঁচে ভাল করে রান্না করে নিলেই হবে।

কিন্তু সকলেই ঠিক উল্টোটা করেন। বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর, তা ভাল করে ধুয়ে তবেই কড়াইতে চাপানো হয়। সকলে এই নিয়মটিই মেনে চলেন।

Advertisement

রান্নার আগে কাঁচা মাংস ধুয়ে নেওয়ার চল রয়েছে বিদেশেও। অস্ট্রেলিয়ার ‘ফুড সেফটি ইনফরমেশন কাউন্সিল’-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ার অধিকাংশ বাড়িতে রান্না করার আগে মাংস ধুয়ে নেওয়া হয়। বিভিন্ন গবেষণা বলছে, না ধুয়ে মাংস রান্না করা শরীরের জন্য ক্ষতিকর। কারণ, কাঁচা মুরগির মাংসে রয়েছে ক্যাম্পাইলোব্যাক্টর এবং সালমোনেলা নামক ক্ষতিকর ব্যাক্টেরিয়া। তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিগত কয়েক বছরে পরিসংখ্যান অনুযায়ী, সালমোনেলার হানায় আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়।

অস্ট্রেলিয়ার অধিকাংশ বাড়িতে রান্না করার আগে মাংস ধুয়ে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার অধিকাংশ বাড়িতে রান্না করার আগে মাংস ধুয়ে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

প্রতি বছর ক্যাম্পোইলোব্যাক্টর নামক ব্যাক্টেরিয়া দ্বারা সংক্রমিত হন প্রায় কয়েক লক্ষ মানুষ। এই সংক্রমণের উৎসব হিসাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দায়ী করা হয় মুরগির মাংসকেই। তাই অনেকেই কাঁচা মাংস ধোয়ার আগে বাড়তি সতর্ক থাকেন। শুধু জল দিয়ে ধুয়ে নেন তাই-ই নয়, ব্যাক্টেরিয়া মেরে ফেলতে অনেকেই মাংস ধোয়ার পর লেবুর রস মাখিয়ে রাখেন। লেবুর রসে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। অ্যাসিডের গুণেই ব্যাক্টেরিয়া দূর হবে বলে ধারণা অধিকাংশের। কিন্তু খাদ্য সুরক্ষা দফতর কাঁচা মাংস না ধুয়ে রান্না করার পরামর্শ দিচ্ছে। তার অবশ্য একটি কারণ রয়েছে। অনেকেই রান্নাঘরের বেসিনের কল খুলে তার নীচে কাঁচা মাংসের পাত্রটি রেখে দেন। এর ফলে যেটা হয়, মাংসতে লেগে ছিটকে আসা ব্যাক্টেরিয়া মিশ্রিত জল সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে। তাতে শুধু শরীরের ক্ষতি হয় না, দূষিত হয় পরিবেশও।

তবে মাংস না ধুয়ে রান্না করতে রাজি নন অধিকাংশেই। সে জন্য মাংস যদি রান্নার আগে ধুতেই হয়, সে ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে ভাল। বাজার থেকে কিনে আনার পর সরাসরি বেসিনের নীচে না দিয়ে, একটি পাত্রে মাংস ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তার পর ধুয়ে নিতে পারেন। ধোয়া হয়ে গেলে টিস্যু বা কোনও পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মাংসের টুকরোগুলি মুছে নিন। এতে আপনার শরীর এবং রান্নাঘর দুই-ই ক্ষতিকর ব্যাক্টেরিয়ার হাত থেকে সুরক্ষিত থাকবে।

Advertisement
আরও পড়ুন