কলকাতা হল ভারতের একমাত্র শহর, যা ‘ইটার’-এর তালিকায় ঠাঁই পেয়েছে। ছবি: নিজস্ব চিত্র।
কলকাতার ফুচকা বিশ্বসেরা! শুধু খাবার নয়, রান্নাবান্না ও আপ্যায়ন নিয়ে আবেগও শহরকে নতুন করে পরিচিতি দিল।
জনপ্রিয় ফুড ওয়েবসাইট ‘ইটার’ বিশ্বের সেরা দশ শহরের তালিকা প্রকাশ করেছে। যেখানকার খাবারের মান সবচেয়ে সেরা, সে সব শহরের নাম উঠে এসেছে। সেই তালিকাতেই জায়গা করে নিয়েছে তিলোত্তমা। তালিকাটি শুধু খাবারের মানের উপর ভিত্তি করে তৈরি হয়নি। সে সব শহরের পরিবেশ, সংস্কৃতি এবং বিভিন্ন খাবারের ইতিহাস— সবটা নিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে।
কলকাতা হল ভারতের একমাত্র শহর, যা এই তালিকায় ঠাঁই পেয়েছে। তালিকা তৈরি করে জানানো হয়েছে, কলকাতার মানুষের কাছে খাওয়াদাওয়া আসলে আবেগ। তাঁরা যেমন খেতে ভালবাসেন, তেমন খাওয়াতেও ভালবাসে। এখানকার মিষ্টি, রাস্তার ধারের ফুচকা-চপ-কাটলেট, বিরিয়ানি, চিনা খাবারের বৈচিত্র অভিনব। তবে ‘ইটার’-এর মতে, এই শহরের এক বিশেষ পানশালার ডেভিলড ক্র্যাব ও ফুচকা হল সেরা।
এ ছাড়াও তালিকায় রয়েছে নিউজ়িল্যান্ডের অকল্যান্ড। আছে আমেরিকার আশেভিল, নিউ মেক্সিকোর সবচেয়ে বড় শহর আলবুকার্ক, গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটি। আছে ইংল্যান্ডের কেমব্রিজও। কোথাও অক্টোপাস জনপ্রিয়, কোথাও বা সেরার শিরোপা পেয়েছে চিজ়বার্গার। সুইডেনের পশ্চিম প্রান্তের শহর হ্যাল্যান্ডের পেস্ট্রি যেমন নজর কেড়েছে সমীক্ষায়। আর সে সবের মাঝেই জায়গা করে নিয়েছে কলকাতা শহরের রাস্তার ধারের জলে ভরা টক-ঝাল ফুচকা!