ভর্তা হবে, তবে ডাঁটা দিয়ে। ছবি: মা, মাসির কিচেন।
সজনে ফুল তো সারা বছর মেলে না, কিন্তু খুঁজলে প্রায় সব সময়েই বাজারে ডাঁটা পাওয়া যায়। তবে শুধু রান্নার উপকরণ বলে তো নয়, ডাঁটার অনেক গুণ। রোগ প্রতিরোধ শক্তি জোরদার করতে সাহায্য করে এই সব্জিটি। এই মরসুমে ভাইরাসঘটিত রোগের সঙ্গে লড়াই করার জন্য নানা ছলে পাতে রাখা হয় ডাঁটার নানা পদ।
ডাঁটা ছাড়া শুক্তো প্রায় হয় না বললেই চলে। কিন্তু বসন্তকালে ডাল, ঝোল, চচ্চড়ি কিংবা পোস্ততেও এই সব্জিটি গুঁজে দেওয়া হয় ওই রোগ প্রতিরোধী শক্তি বৃদ্ধি করার জন্যই। তবে রোজ রোজ ডাঁটা দিয়ে ওই একরকম পদ খেতে তো ভাল লাগে না। তা হলে কী করবেন? সজনে ডাঁটা পুড়িয়ে তা দিয়ে ভর্তা বানিয়ে ফেলতে পারেন। সামান্য উপকরণে এবং অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, এমন একটি মুখরোচক পদ হল এই ভর্তা। রইল প্রণালী।
উপকরণ:
৫-৬টি সজনে ডাঁটা
৩ চা-চামচ পোস্ত
২ চা-চামচ রাই সর্ষে
১ চামচ কালোজিরে
৩-৪টি কাঁচালঙ্কা
৩ টেবিল চামচ সর্ষের তেল
এক চিমটে হলুদগুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন
প্রণালী: