Bengali Fish Recipe

শীতের আড্ডায় কফির সঙ্গে ঝাল ঝাল কিছু খাবেন? বানিয়ে ফেলুন লঙ্কা লইট্যা ফ্রিটার্স

শীতের বিকেলে বেশ ঝাল ঝাল কিছু খেতে মন চায়! লঙ্কা লইট্যা ফ্রিটার্স বানালে কেমন হয়? সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফ্রাই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৪:০৬
শীতের বিকেলে বেশ ঝাল ঝাল কিছু খেতে মন চায়! লঙ্কা লইট্যা ফ্রিটার্স বানালে কেমন হয়?

শীতের বিকেলে বেশ ঝাল ঝাল কিছু খেতে মন চায়! লঙ্কা লইট্যা ফ্রিটার্স বানালে কেমন হয়? ছবি: সংগৃহীত।

ভাজাভুজি ছাড়া কি আর শীতকাল জমে? চপ-কাটলেট পছন্দ করেন না, এমন বাঙালির হদিস পাওয়া মুশকিল। সন্ধের পর এক কাপ কফি আর সঙ্গে গরমাগরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই! বিয়েবাড়ি হোক কিংবা ঘরোয়া কোনও অনুষ্ঠান— ফিশ ফ্রাই না হলে খাবারটা ঠিক জমে না। ভেটকি কিংবা তপসে মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। শীতের বিকেলে বেশ ঝাল ঝাল কিছু খেতে মন চায়! লঙ্কা লইট্যা ফ্রিটার্স বানালে কেমন হয়? সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফ্রাই। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

লটে মাছ: ৮টি

নুন: স্বাদ মতো,

শা-মরিচ: আধ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

কাঁচা লঙ্কা বাটা: ১ চা চামচ

কর্নফ্লাওয়ার: ৫ চা-চামচ

ধনেপাতা বাটা: ১ চা চামচ

ডিম:১টি

সাদা তেল: ২৫০ গ্রাম

বেকিং পাউডার: আধ চা চামচ

সন্ধের পর এক কাপ কফি আর সঙ্গে গরমাগরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই!

সন্ধের পর এক কাপ কফি আর সঙ্গে গরমাগরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই! ছবি: সংগৃহীত।

প্রণালী:

লটে মাছগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন, কাঁচালঙ্কা বাটা, মরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে মাছগুলি ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর নুন দিয়ে একটা সবুজ ব্যাটার তৈরি করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি ডুবিয়ে ভেজে নিতে হবে। কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement