মাছ খেতেই ভালবাসেন বাঙালি মেয়ে সুস্মিতা সেন! তাঁর প্রিয় বাঙালি পদ কী? জানালেন অভিনেত্রী
সুস্মিতা যে খেতে অত্যন্ত ভালবাসেন, তা গোপন করেননি কখনওই। বাঙালি খাবারের প্রতি তাঁর দুর্বলতার কথাও জানিয়েছেন। সুস্মিতার ইনস্টাগ্রামের লাইভ সেশনে যে তাঁর খাওয়াদাওয়া নিয়ে প্রশ্ন উঠবে, তা জানাই ছিল।