এ যেন ৯/১১-র হাড়হিম করা জঙ্গি হামলার পুনঃসম্প্রচার! রাশিয়ার কাজ়ান শহরে ইউক্রেনীয় ড্রোন আক্রমণে দু’দশক পর ফিরল তার স্মৃতি। গগনচুম্বী বহুতলে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে আগুন। কী ভাবে মস্কোর যাবতীয় ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’কে (এয়ার ডিফেন্স সিস্টেম) ফাঁকি দিয়ে হামলা চালাল কিভ? ঘটনার পর এই প্রশ্নেরই চুলচেরা বিশ্লেষণে নেমেছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সীমান্ত থেকে অন্তত হাজার কিলোমিটার (৬২০ মাইল) ভিতরে ড্রোন আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় ফৌজ। রাজধানী মস্কোর ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজ়ান শহরের ছ’টি সুউচ্চ বিলাসবহুল অট্টালিকাকে নিশানা করে কিভ। এর জন্য মোট আটটি মানববিহীন উড়ুক্কুযান ব্যবহার করেছেন তাঁরা। যদিও সরকারি ভাবে এই ড্রোন হামলার কথা স্বীকার করেনি ইউক্রেন।
ইউক্রেনীয় ড্রোন তাঁদের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’কে ফাঁকি দিতে পেরেছে, এ কথা মানতে নারাজ মস্কো। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জ়াখারোভা জানিয়েছেন, কিভের পাঠানো অধিকাংশ মানববিহীন উড়ুক্কুযানকে মাঝ আকাশেই ধ্বংস গিয়েছে। কেবলমাত্র দু’টি ড্রোন কাজ়ানের বিলাসবহুল ৩৭ তলা অ্যাপার্টমেন্টের একটি ব্লকে ধাক্কা মারে। এর পর বিস্ফোরণের জেরে ওই ব্লকে আগুন ধরে গিয়েছিল।
এই হামলায় ইউক্রেনীয় ফৌজ কোন দেশের, কী ক্যাটেগরির ড্রোন ব্যবহার করেছে, তা স্পষ্ট নয়। রুশ গোয়েন্দাদের অনুমান, বিদেশি মানববিহীন উড়ুক্কুযান দিয়ে ওই আক্রমণ শানিয়েছে কিভ। তাঁদের কাছে আমেরিকা, ব্রিটেন এবং তুরস্কের আত্মঘাতী ড্রোন রয়েছে বলে এক রকম পাকা খবর রয়েছে মস্কোর কাছে। এই তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রেমলিনের প্রাসাদে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন রুশ গুপ্তচরেরা।
এর আগে মস্কোয় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সূত্রের খবর, তার পর থেকে রাজধানী এবং গুরুত্বপূর্ণ সেনাছাউনিগুলিকে ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’র বর্মে ঢেকে রেখেছে ক্রেমলিন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, কাজ়ানে আক্রমণ হতে পারে তা প্রেসিডেন্ট পুতিনের হিসাবের মধ্যেই ছিল না। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে কিভ।
গত ২১ ডিসেম্বর পূর্ব রাশিয়ার কাজ়ানে ড্রোন হামলা হতে না হতেই সেই ছবি সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এ বছরের অক্টোবরে এই শহরেই অনুষ্ঠিত হয় ‘ব্রিকস’ সম্মেলন। এতে যোগ দিতে সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোর অবশ্য দাবি, কিভের মানববিহীন উড়ুক্কুযানের আত্মঘাতী আক্রমণে তেমন কোনও ক্ষতি হয়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় ড্রোনগুলিকে গগনচুম্বী বহুতলে সোজা গিয়ে ধাক্কা মারতে দেখা গিয়েছে। আর সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। ঠিক ২৩ বছর আগে এই ছবি দেখা গিয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিমান অপহরণ করে আত্মঘাতী হামলা চালায় কুখ্যাত জঙ্গি গোষ্ঠী ‘আল কায়দা’। ফলে চোখের নিমেষে ধুলোয় মিশে যায় জোড়া ইমারত। প্রাণ হারান প্রায় তিন হাজার জন।
রুশ সরকারি সংবাদ সংস্থা ‘তাস’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৩ লক্ষ জনসংখ্যার কাজ়ান শহরে ড্রোন হামলার পর রীতিমতো হুলস্থুল পড়ে যায়। দ্রুত বন্ধ করা হয় সেখানকার বিমানবন্দর। বাতিল হয়ে যায় সরকারি-বেসরকারি যাবতীয় অনুষ্ঠান। কয়েক ঘণ্টা পরে অবশ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেখানকার উড়ান পরিষেবা।
কিভের এই ‘অপারেশন কাজ়ান’-এর পর তাতারস্তানের আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর পরই টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়া একটি সরকারি অনুষ্ঠান থেকে ইউক্রেনের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন তিনি। তাঁর কথায়, ‘‘যাঁরা আমাদের ধ্বংস করার চেষ্টা করবে, তাঁদের কয়েক গুণ বেশি ধ্বংসের সম্মুখীন হতে হবে। আমাদের দেশে যা করার চেষ্টা হয়েছে, এর জন্য তাঁদের অনুশোচনা করতে হবে।’’
পুতিনের এই হুমকি যে নিছক কথার কথা নয়, ইতিমধ্যেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কিভ। কাজ়ানের হামলার প্রতিশোধ নিতে শতাধিক ড্রোন দিয়ে পাল্টা প্রত্যাঘাত শানিয়েছে মস্কো। ক্রেমলিনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের কুরাখোভ শহরের কাছে আরও একটি গ্রাম দখল করেছে রুশ ফৌজ। তাঁদের পরবর্তী লক্ষ্য ১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের শিল্প শহর কোসটিয়ান্টিনোপোলস্ক। এটি হাতছাড়া হলে গোটা কুরাখোভ এলাকায় হারাবে কিভ।
এই পরিস্থিতিতেও ‘ভাঙব তবু মচকাব না’ অবস্থান নিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। রাশিয়ায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে সুচতুর ভাবে এড়িয়ে গিয়েছেন কাজ়ান হামলার প্রসঙ্গ। সম্প্রতি রাশিয়ার কুর্স্ক এলাকায় হামলা চালায় জ়েলেনস্কির বাহিনী। এতে পুতিন ফৌজের পাঁচ জন সৈনিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধের মধ্যেই আমেরিকার গুপ্তচর সংস্থা ‘সিআইএ’র ডিরেক্টর উইলিয়াম বার্নসের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জ়েলেনস্কির দাবি,সম্প্রতি কিভে তাঁর শেষ সফর সেরে গিয়েছেন বার্নস। করমর্দনরত অবস্থায় দু’জনের একটি ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। একে কেন্দ্র করে উঠে গিয়েছে নতুন প্রশ্ন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের অনুমান, জ়েলেনস্কির জন্য কাজ়ান হামলার নীল নকশা ছকে দেন বার্নস। ‘সিআইএ’র ডিরেক্টরের পরিকল্পনা মতো ড্রোন আক্রমণ চালায় ইউক্রেনীয় সেনা। নইলে এই ধরনের অপারেশনে সাফল্য পাওয়ার ক্ষমতা বা প্রশিক্ষণ– কোনওটাই কিভের সেনাবাহিনীর নেই।
‘টেলিগ্রাম’ সমাজমাধ্যমে করা জ়েলেনস্কির পোস্টে মিলেছে এই তত্ত্বের ইঙ্গিত। সেখানে ইউক্রেন প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘বার্নস যে ভাবে আমাদের সাহায্য করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ।’’ তবে তা কী ধরনের সাহায্য, খোলসা করেননি জ়েলেনস্কি। এর জেরে সন্দেহ দানা বেঁধেছে। আগামী বছরের (পড়ুন ২০২৫) ২০ জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কুর্সিতে বসার পর বার্নস পদ ছাড়বেন বলে এক রকম স্পষ্ট হয়ে গিয়েছে।
অন্য দিকে ব্রিটেনের একটি সিদ্ধান্তের জেরে প্রেসিডেন্ট জ়েলেনস্কির পক্ষে প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধ চালিয়ে যাওয়া খুব একটা সমস্যার হবে না বলেই মনে করা হচ্ছে। লন্ডনের হাতে রয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের হিমায়িত সম্পদ। এর বিপরীতে ‘জি সেভেন’ভুক্ত দেশগুলি থেকে ২৫০ কোটি ডলার ঋণ পাইয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইংলিশ চ্যানেলের পারের দ্বীপরাষ্ট্রের। সেই টাকায় অনায়াসেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলা-বারুদ কিনতে পারবেন ইউক্রেন প্রেসিডেন্ট।
সম্প্রতি শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সমঝোতায় যেতে রাজি রয়েছেন বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কাজ়ানের হামলার পর তাঁর মতামত ১৮০ ডিগ্রি উল্টো দিকে বেঁকে যাবে বলেই মনে করছে রাজনৈতিকমহল। রেডিয়ো আউটলেট ‘ভিজিটিআর’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমেরিকা ও পশ্চিমি দেশগুলির সঙ্গে আমরা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। কিন্তু তা কখনই রাশিয়ার স্বার্থের সঙ্গে আপস করে নয়।’’
কাজ়ানে হামলার পর ফের এক বার ইউক্রেনকে হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পুতিন নিশানা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই ক্ষেপণাস্ত্র রাজধানী কিভে আছড়ে পড়ার আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। নভেম্বরে ইউক্রেনের ডেনিপ্রো শহরে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালান তিনি।
কাজ়ান হামলায় সিঁদুরে মেঘ দেখছেন আরও এক জন। তিনি হলেন, পুতিনের ‘বন্ধু’ তথা আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুর্সিতে বসে দ্রুত যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু কিভ আক্রমণ জারি রাখলে পূর্ব ইউরোপে শান্তিস্থাপন যে ‘সোনার পাথরবাটি’তে পরিণত হবে, তা বিলক্ষণ জানেন তিনি। বলা বাহুল্য, তখন রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে আনা এক রকম অসম্ভব হয়ে পড়বে।
সব ছবি: সংগৃহীত।