Miss America 2024 winner

ধাপে ধাপে স্বপ্নপূরণ, বিমানবাহিনীর আধিকারিকের মাথায় ‘মিস আমেরিকা’র মুকুট

ছোটবেলা থেকেই বিমান চালানোর আগ্রহ ছিল ম্যাডিসনের। প্রশিক্ষণ নিয়ে মাত্র ১৬ বছর বয়সে বিমান চালানোর অনুমতিপত্রও পেয়ে যান তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৮:৩৭
০১ ১৪
 Madison Marsh

বছর শুরুতেই আমেরিকার সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীর মুকুট জয় করেন ম্যাডিসন ইসাবেলা মার্শ। আগের বছরেও পর পর দু’টি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন তিনি।

০২ ১৪
 Madison Marsh

২০০১-’০২ সাল নাগাদ আমেরিকার আর্কানসাসের ফোর্ট স্মিথ এলাকায় জন্ম ম্যাডিসনের। বাবা-মা এবং বোনের সঙ্গে থাকতেন তিনি।

০৩ ১৪
 Madison Marsh

ম্যাডিসনের মা হোয়াইটনি মার্শ সাঁতার কাটার পাশাপাশি বাইকও চালাতেন। ম্যাডিসনের যখন ১৭ বছর বয়স, তখন তাঁর মা অগ্ন্যাশয়ের ক্যানসারে (প্যানক্রিয়েটিক ক্যানসার) আক্রান্ত হয়ে মারা যান।

Advertisement
০৪ ১৪
 Madison Marsh

২০১৯ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন ম্যাডিসন। এই সংস্থার তরফে যা উপার্জন হয়, তা প্যানক্রিয়েটিক ক্যানসার সংক্রান্ত গবেষণার কাজে খরচ করে দেন তিনি।

০৫ ১৪
 Madison Marsh

ছোটবেলা থেকেই বিমান চালানোর আগ্রহ ছিল ম্যাডিসনের। প্রশিক্ষণ নিয়ে মাত্র ১৬ বছর বয়সে বিমান চালানোর অনুমতিপত্রও পেয়ে যান তিনি।

Advertisement
০৬ ১৪
 Madison Marsh

কলোরাডোর এল পাসো কাউন্টির ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স অ্যাকাডেমিতে ভর্তি হন ম্যাডিসন। সেখান থেকে জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি।

০৭ ১৪
 Madison Marsh

স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে আমেরিকার বিমানবাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট পদে যুক্ত হন ম্যাডিসন।

Advertisement
০৮ ১৪
 Madison Marsh

পাশাপাশি আমেরিকার একটি কলেজ থেকে ‘পাবলিক পলিসি’ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করেন ম্যাডিসন।

০৯ ১৪
 Madison Marsh

চলতি বছরে আমেরিকার সৌন্দর্য প্রতিযোগিতায় সেখানকার ৫০টি প্রদেশ থেকে ৫১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সকল প্রতিযোগীকে হারিয়ে শীর্ষ স্থানের অধিকারী হন ম্যাডিসন।

১০ ১৪
 Madison Marsh

প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে ম্যাডিসনকে তাঁর জীবনের লক্ষ্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। জবাবে ম্যাডিসন জানান, তাঁর পেশাগত জীবন থেকে প্রচুর শিক্ষা পেয়েছেন তিনি।

১১ ১৪
 Madison Marsh

মায়ের মৃত্যু প্রসঙ্গেও প্রতিযোগিতার মঞ্চে কথা বলেন ম্যাডিসন। তিনি জানান, মায়ের মৃত্যুই তাঁকে স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন।

১২ ১৪
 Madison Marsh

প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর আমেরিকার বিমানবাহিনীর তরফে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করে ম্যাডিসনকে অভিনন্দন জানানো হয়েছে।

১৩ ১৪
 Madison Marsh

আমেরিকার বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ম্যাডিসন বিমানবাহিনীর প্রথম কর্মরতা, যিনি সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

১৪ ১৪
 Madison Marsh

সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল রয়েছে ম্যাডিসনের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি